• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা • মিনি কলাম

পুঁজির চাহিদা ও সরবাহের উপর নির্ভর করবে ব্যাংকগুলো কতো শতাংশ সুদে ঋণ দিতে পারবে, বললেন ড. আবদুল মজিদ

প্রকাশের সময় : November 7, 2019, 12:01 am

আপডেট সময় : November 6, 2019 at 10:23 pm

আমিরুল ইসলাম : ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশ করা হয়নি বলে অন্তোষ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুদের হার ৯ শতাংশ করার বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাইলে এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ বলেন, অর্থবাজারের নিয়ম অনুযায়ী ব্যাংকের সুদের হার কতো হবে সেটা বাজারই নির্ধারণ করবে। কতো টাকা সুদ দিলে মানুষ অর্থ বাজারে বিনিয়োগ করবে এবং ব্যাংকগুলো কি পরিমাণ সুদহারে ঋণ দেবে এটা অর্থ বাজারের ওপরই নির্ভর করে। কেউ ওপর থেকে বলে দিলে এটা হয় না।
তিনি বলেন, সরকার যেহেতু ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ করার ঘোষণা করেছেন সেহেতু সরকারেরই দায়িত্ব এটা করার। ব্যাংকাররা ঘোষণা করেছে সুদহার নয় শতাংশ থাকার দারকার, সেটার ব্যাখ্যা ও যুক্তি তাদের কাছে থাকা প্রয়োজন। বাজার নিজেই ব্যাংক ঋণর সুদহার নির্ধারণ করতে পারবে চাহিদা এবং সরবরাহের ওপর। সুদের হার একডিজিটে নামানোর জন্য চাহিদা ও যোগানের মধ্যেও একটা পরিবেশ তৈরি করতে হবে। ৯ শতাংশ সুদে ঋণ দিতে হলে বিনিয়োগকারীদের কাছ ৬ শতাংশ সুদে ব্যাংক ডিপোজিট নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ৬ শতাংশ সুদে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে কিনা? মূল্যস্ফীতি ৭ শতাংশ হলে মানুষ ব্যাংকে ৬ শতাংশ সুদে ডিপোজিট করবে কেন? বিনিয়োগ করার মতো উদ্বৃত্ত টাকা তো মানুষের কাছে থাকতে হবে। মূল্যস্ফীতির কারণে মানুষের সব টাকা যদি খরচ হয়ে যায় তাহলে তো সে আর ব্যাংকে বিনিয়োগ করবে না। ব্যাংক নিজেই ডিপোজিট না পেলে ঋণ দেবে কী করে? ডিপোজিট পাওয়া নির্ভর করে বাজারদর, অর্থনৈকি কর্মকা-, মূল্যস্ফীতি, মানুষের আয় ব্যায়ের ওপর। সেই পরিবেশটাও ঠিক করতে হবে। চাহিদা ও সরবরাহের মধ্যে সহজ স্বয়ংক্রিয় একটা মিথস্ক্রিয়া হলে তার ওপর ভিত্তি করে সুদের হার নির্ভর করবে। অন্যান্য বিষয়ের ওপর নির্ভর না করে, অর্থবাজারের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করে সুদের হার নির্ধারণ করে দিলে সেটা কার্যকর হবে না। ১১/১২ শতাংশ সুদে গ্রাহকের কাছে অর্থ নিয়ে ব্যাংকগুলো কিভাবে ৯ শতাংশ সুদে ঋণ দেবে?

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)