• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ • প্রথম পাতা

নতুন মেয়র সুন্দর সুন্দর কাজ করবেন, বললেন সাঈদ খোকন

প্রকাশের সময় : February 11, 2020, 12:01 am

আপডেট সময় : February 10, 2020 at 10:10 pm

সুজিৎ নন্দী : ২] ডিএসসিসির বর্তমান মেয়র সাঈদ খোকন বলেছেন, নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আমরা যতটুকু করে গেলাম সেখান থেকে তারা শুরু করে এই সমস্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাবেন। তাদের প্রতি আমার অনুরোধ রইলো এই সুন্দর কাজগুলো মেইন্টেন করবেন এবং এখান থেকে আরও সুন্দর সুন্দর কাজ করবেন।
৩] সোমবার নগরীর জোড়পুকুর খেলার মাঠ উদ্বোধন এবং মেয়র সাঈদ খোকন একাদশ ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ এর উদ্বোধন কালে তিনি এ কথা বলেন।
৪] অনুষ্ঠানে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, কাউন্সিলর ওয়াহিদুল হাসান, স্থপতি রফিক আজম, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
৫] মেয়র আরও বলেন, পার্কগুলোর মাধ্যমে আমরা আমাদের নাগরিক জীবনকে একটা স্বাচ্ছন্দময়ী জীবনে নিয়ে যেতে চাই। এর মাধ্যমে পরিবর্তন ঘটবে বলে আশা করি। জোড়পুকুর মাঠে ছোট্ট একটা কর্নার থাকবে। সেখানে শিশুদের খেলার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। কপি শপ থাকবে। পরিবর্তনের সূচনা ইতোমধ্যে হয়েছে।
৬] সাঈদ খোকন বলেন, যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম তখন আমাদের এই প্রিয় শহরের অনেকগুলো পার্ক ও খেলার মাঠ বেদখল ছিল। সন্ধ্যা নেমে আসলে অসামাজিক কার্যকলাপ শুরু হয়ে যেতো। বিভিন্ন মাঠে ট্রাক স্ট্যান্ড ছিল। খেলাধুলার অনুপযোগী ছিল। যার কারণে আমাদের ছেলে মেয়ে ও মুরুব্বিদের একটু হাঁটার সুযোগও ছিল না।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)