• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

খেলা

[১]রোনালদো কাছের বন্ধু হলেও ফুটবলার হিসেবে মেসিকে সেরা মানছেন রুনি

প্রকাশের সময় : April 24, 2020, 9:37 pm

আপডেট সময় : April 24, 2020 at 9:37 pm

স্পোর্টস ডেস্ক : [২] ডেভিড বেকহ্যামের পর ওয়েন রুনি। ফুটবলার হিসেবে পছন্দের দৌড়ে ফের মেসিকেই ভোট দিলেন আরেক ইংরেজ ফুটবল তারকা। কে সেরা, লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনালদো? বিতর্কে অংশ নিয়ে রুনি জানালেন বন্ধু হিসেবে পর্তুগিজ তারকা অনেক কাছের তবে ফুটবলার হিসেবে এগিয়ে মেসিই। [৩]এক দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করে আসা দুই ফুটবলারের শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে বিতর্ক বহুদিনের। শেষ ১২টি ব্যালন ডি’অরের মধ্যে ১১টিই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন মেসি-রোনালদো। স্বভাবিকভাবেই গ্রহের দুই সেরা ফুটবলারকে নিয়ে তর্ক চলাটাও স্বাভাবিক।
[৪] সম্প্রতি সানডে টাইমসে তার কলমে রুনি লেখনে, ‘তর্কসাপেক্ষে এরা দুজনেই সম্ভবত ফুটবলের সেরা প্লেয়ার। তবু আমি মেসির দিকেই যাব। কারণ ও খুব সহজভাবে ফুটবলটা খেলে। – সানডে টাইমস
[৫] একই সঙ্গে সাবেক সতীর্থ রোনালদো সম্পর্কে রুনি বলেন, আমরা যখন একসঙ্গে খেলা শুরু করি রোনালদো গোলের প্রতি খুব একটা ফোকাসড ছিল না। তবে ওর প্রতি সেরা হয়ে ওঠার খিদেটা মারাত্মক ছিল। রুনির সংযোজন, ‘ও মাঠে কোনকিছু দেওয়ার জন্য অনুশীলনের পর অনুশীলনে করে যেতো। এভাবেই ধীরে ধীরে ক্রিশ্চিয়ানো একজন দুর্দান্ত স্কোরার হিসেবে মেসির সঙ্গে তুলনায় নাম লিখিয়েছে। আমার সঙ্গে ওর বন্ধুত্ব থাকা সত্ত্বেও আমি মেসির পক্ষেই যাবো। -ইন্ডিয়ান একসপ্রেস
[৬] দুই ফুটবল সুপারস্টারের মধ্যে তুলনা প্রসঙ্গটিকে খুব সহজ আকারে বোঝাতে গিয়ে রুনি জানিয়েছেন, বক্সের মধ্যে রোনালদোর ক্ষিপ্রতা সাঙ্ঘাতিক। একদম শিকারির মতো। কিন্তু মেসি শিকারের আগে শিকারকে অত্যাচার করে। মেসি ফুটবলটা অনেক মজা করে খেলে। গোলস্কোরিংয়ের প্রেক্ষিতে দেখতে গেলে এই দু’জন ফুটবলের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন। কিন্তু ধরনের দিক দুজনেই ভিন্ন। -ডেইলি মেইল

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)