• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

[১]করোনাকালে ভারতে বিক্রি হচ্ছে ডায়মন্ড মাস্ক

প্রকাশের সময় : July 24, 2020, 1:04 pm

আপডেট সময় : July 24, 2020 at 1:04 pm

শোভন দত্ত : [২] সোনার পর এবার ভারতের গুজরাটে বিক্রি হচ্ছে ডায়মন্ড খচিত মাস্ক। ২০২০ সালের ফ্যাশন ইন্ডাস্ট্রির শীর্ষ চাহিদায় রয়েছে মাস্কের বিভিন্ন ডিজাইন। করোনাকালে ব্যবসা টিকিয়ে রাখতে ব্যবসায়ীরা এখন মেতেছেন ডায়মন্ড দিয়ে তৈরি মাস্ক বিক্রি নিয়ে।
[৩] ভারতে দেখা যাচ্ছে নানা অভিজাত মাস্কের ব্যবহার। মাস্কে ব্যবহার করা হচ্ছে স্বর্ণ, ডায়মন্ডসহ নানা বিলাসি পণ্য।
[৪] গুজরাটে ডায়মন্ড সিটি হিসেবে খ্যাত সুরাটের জুয়েলারি দোকানগুলোতে দেখা যায়, ডায়মন্ড খচিত মাস্ক ২ হাজার ডলার থেকে বিক্রি হচ্ছে। যা বাংলাদেশি টাকায় ১ লাখ ৬৯ হাজার ৫২০ টাকা থেকে শুরু। আবার কিছু মাস্ক খাঁটি সোনা ও ডায়মন্ড দিয়ে তৈরি হয়েছে, তার দাম পড়ছে প্রায় ৪ লাখ রুপির মতো।
[৫] গুজরাটের অনেকেই সোনা এবং ডায়মন্ডের মাস্ককে আভিজাত্য বলে মনে করেন। তাই এখন এই অঞ্চলে জুয়েলারি পণ্যের চেয়ে স্বর্ণ বা ডায়মন্ডের এসব অভিজাত মাস্ক বেশি ফ্যাশনেবল।
[৬] এসব মাস্ক কতটুকু স্বাস্থ্যসম্মত বা বার বার ব্যবহারের ক্ষেত্রে কী নিয়ম মানা হচ্ছে, এসব প্রশ্নের উত্তর নেই কারও কাছেই। বিষয়গুলো গুরুত্ব দিচ্ছেন না ক্রেতা-বিক্রেতারা। সূত্র : এনডিটিভি, আনন্দবাজার, চ্যানেল আই অনলাইন

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)