• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

বিনোদন

[১]এক ছবির নায়িকা হয়ে ২১ কোটি রুপি নিচ্ছেন দীপিকা

প্রকাশের সময় : July 24, 2020, 1:08 pm

আপডেট সময় : July 24, 2020 at 1:08 pm

 

এসআই রাজ : [২] বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে এ সময়ে অন্যতম দীপিকা পাড়–কোন। পারিশ্রমিক হাঁকানোর দিক থেকেও বেশ এগিয়ে তিনি। [৩] এবার ‘বাহুবলি’ খ্যাত নায়ক প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। প্রভাসের সঙ্গে এ অভিনেত্রীর অভিনয় করার কথা এরই মধ্যে জেনেছেন দর্শক। বর্তমানে আলোচনা হচ্ছে এ ছবিতে দীপিকার পারিশ্রমিক নিয়ে। [৪] ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেল, বাহুবলীর সঙ্গে অভিনয় করতে ২১ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন দীপিকা। যা বাংলাদেশি টাকায় ২২ কোটিরও বেশি। [৫] এখন সিনেমার নায়কদের মতই পারিশ্রমিক নেন এই নায়িকা। তবে এই ছবিতে অভিনয়ের জন্য ৫০ কোটি রুপি নিচ্ছেন প্রভাস। [৬] প্রভাস ও দীপিকা জুটির প্রথম সিনেমা হবে এটি। সম্প্রতি ইনস্টাগ্রামে এ সিনেমায় অভিনয়ের অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, খুবই শিহরিত আমি। আমার বিশ্বাস অসাধারণ একটি জার্নি হতে চলেছে আমাদের। শুটিং শুরুর অপেক্ষায় আছি। [৭] সিনেমাটি পরিচালনা করছেন নাগ অশ্বিন। ‘বিজয়ন্তি মুভিজ’-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন অশ্বিনি দত্ত, স্বপন দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত। সূত্র : নিউজ ১৮ বাংলা, জাগোনিউজ, আরটিভি অনলাইন।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)