• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব • প্রথম পাতা

[১]জো বাইডেনের রানিংমেট হলেন কমলা হ্যারিস

প্রকাশের সময় : August 13, 2020, 12:01 am

আপডেট সময় : August 12, 2020 at 9:35 pm

জেরিন আহমেদ : [২] প্রেসিডেন্ট নির্বাচন দৌড়ে নিজের রানিংমেট তথা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কৃষ্ণাঙ্গ-ভারতীয় মার্কিন নাগরিক কমলা হ্যারিসকে বেছে নিলেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। [৩] বিবিসি বলছে, অনেক জল্পনা, আলোচনা ও পর্যালোচনা শেষে মঙ্গলবার রানিংমেট হিসেবে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকেই বেছে নেন তিনি। নভেম্বরে মার্কিন নির্বাচনে রিপাবালিকান দলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাইডেন-কমলা জুটি। [৪] প্রথমে কমলা হ্যারিস অবশ্য প্রেসিডেন্ট পদের জন্যই প্রচারণা শুরু করেছিলেন। শুরুর দিকে বাইডেনের সমালোচনা করতেও দেখা যায় তাকে। পরে দুজনে একত্রে ট্রাম্পের সঙ্গে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিলেন। [৫] কমলা হ্যারিসকে বাছাই করে নেওয়ার পর হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন জো বাইডেন বলেন, আমার এক নম্বর পছন্দ কমলা হ্যারিস। [৬] এক টুইটে কমলা হ্যারিসকে নিজের রানিংমেট হিসেবে বাছাই করতে পেরে সম্মানিতবোধ করছেন বলে জানান জো বাইডেন। নির্বাচনের সময় তাকে অংশীদার হিসেবে পেয়ে তিনি গর্বিত বলে মন্তব্য করেন। কমলা হ্যারিসও জো বাইডেনের রানিংমেট হতে পেরে সম্মানিত বোধ করছেন বলে জানান। সূত্র : টুডে নিউজ, বিবিসি। রেজা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)