• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

খেলা • শেষ পাতা

মেসিকে পেতে খরচ করতে হবে ৭০ হাজার কোটি টাকা

প্রকাশের সময় : August 27, 2020, 12:01 am

আপডেট সময় : August 26, 2020 at 9:54 pm

 

শোভন দত্ত : বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার মঙ্গলবার ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। আগামী মৌসুম শুরুর আগেই বার্সেলোনা ছাড়তে চান মেসি। তবে মেসির ট্রান্সফারে বাধা হয়ে দাঁড়িয়েছে তার বাই আউট ক্লজ। স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়ার দাবি, ম্যানচেস্টার সিটিই হতে যাচ্ছে মেসির পরবর্তী গন্তব্য। সিটির বর্তমান কোচ পেপ গার্দিওলার সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়ার পরই নাকি বার্সাকে না বলে দিয়েছেন তিনি। তার বেতনের ভার বইতে পারবে কিনা, চুক্তির যাবতীয় বাধা পারি দিতে পারবে কিনা বা তাকে নিয়ে পরিকল্পনা কীÑগার্দিওলার সঙ্গে এসব বিষয়ে খুঁটিনাটি আলাপ করেছেন মেসি। রেডিও কাতালুনিয়ার সাংবাদিক হাভি কাম্পোস জানিয়েছেন, এসব বিষয়ে গার্দিওলার সঙ্গে বেশ কয়েকবার ফোনালাপ হয়েছে মেসির। এদিকে, গত কয়েক বছর ধরে বার্সেলোনা হাঁড়ির খবর ফাঁস করার জন্য পরিচিত রেডিও ইতাতিয়াইয়ার বিখ্যাত সাংবাদিক মার্সেলো বেকলারও বলছেন, সিটিতেই যাচ্ছেন মেসি। গত কয়েক বছর ধরেই ম্যানচেস্টার সিটির প্রতি মেসির আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিল। যার হাত ধরে কিংবদন্তি হিসেবে উত্থান সেই পেপ গার্দিওলা সিটির কোচ হওয়ার পর ইংলিশ ক্লাবটিকে ফলো করছিলেন মেসি। একবার সরাসরিই জানিয়েছিলেন, পেপ গার্দিওলার অধিনে আরও একবার খেলতে চান। এ মুহূর্তে যদি মেসিকে কোনো ক্লাব পেতে চায় তাহলে তাকে ৭০০ মিলিয়ন ইউরো বা ৮২৫ মিলিয়ন ডলার খরচ করতে হবে। টাকার অঙ্কে হিসেবটা দাঁড়ায় ৭০ হাজার কোটি টাকা। এর আগে সর্বোচ্চ ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। মূলত নেইমারকে খুব সহজে হারানোর পর বার্সেলোনা মেসির বাই আউট ক্লজ ধরা ছোঁয়ার বাইরে রেখেছে। অবশ্য তিনটি ক্লাব এরই মধ্যে মেসিতে পেতে আগ্রহ দেখিয়েছি।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)