• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব • আমার দেশ • নগর সংস্করণ • প্রথম পাতা

বৈশ্বিক জিডিপিতে সর্বোচ্চ অবদান এশিয়া প্যাসিফিক অঞ্চলের

প্রকাশের সময় : September 12, 2020, 12:01 am

আপডেট সময় : September 11, 2020 at 10:55 pm

মুসা আহমেদ : বিশ্বের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে এশিয়া ও প্যাসিফিক অঞ্চল। ২০০০ সালে এ অঞ্চল বিশ্ব জিডিপিতে মাত্র ২৬.৩ শতাংশ অবদান রাখলেও ২০১৯ সালে এ অঞ্চলের শেয়ার দাঁড়ায় মোট জিডিপির ৩৪.৯ শতাংশ। বৃহস্পতিবার নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। জিনহুয়া
এক বিবৃতিতে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ ইয়াসুযুকি সোয়াদা বলেন, গত দুই দশক ধরে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলো অর্থনীতিতে ব্যাপক উন্নতি করেছে। বড় অবদান রাখছে বিশ্ব অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধিতে। এই ২০ বছরে এ অঞ্চলে দারিদ্র কমেছে কয়েক মিলিয়ন মানুষের।
এশিয়া অঞ্চেলের ৬৮টি দেশের উন্নয়নে গঠিত এ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গেলো বছরে বিশ্বের প্রত্যক্ষ বিনিয়োগের এক তৃতীয়াংশের বেশি গ্রহণ করে এ অঞ্চলের অর্থনীতি। অন্যদিকে একই বছরে এ অঞ্চলের বিশ্ব রপ্তানি শেয়ার বেড়ে দাঁড়ায় ৩৬.৫ শতাংশ। যা ২০০০ সালে ছিলো ২৮.৪ শতাংশ। এশীয় অঞ্চলের অর্ধেকেরও বেশি দেশগুলোতে গেলো বছরে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ায় ৪ শতাংশের কিছুটা বেশি।
এডিবির প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সাল পর্যন্ত বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি দেখলেও চলতি বছরে করোনা মহমারীর কারণে বিপর্যস্ত হয়েছে পড়েছে এশীয় অঞ্চলের অর্থনীতি। কোভিড-১৯ মোকাবেলায় বিশ্বের অন্যান্য অঞ্চলের মত এ আরোপ করা হয় লকডাউন। গৃহবন্দি হয়ে পড়ে মানুষ। বন্ধ থাকে বাণিজ্যিক কর্মকা-। অচল হয়ে পড়ে অর্থনৈতিক কর্মকা-। অস্থিরতা সৃষ্টি হয় শ্রমবাজারে। হু হু করে বেড়ে যায় বেকারত্ব। মহামারীর প্রভাবে মানুষের আয়ও অনেক কমে যায়। ফলে এসব অঞ্চলে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় দেখা দিচ্ছে অনিশ্চয়তা। রেজা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)