• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

নগর সংস্করণ • প্রথম পাতা • লিড ২

২১ সেপ্টেম্বরের আগের টিকিট মিলবে না কাউন্টারে

প্রকাশের সময় : September 13, 2020, 12:01 am

আপডেট সময় : September 12, 2020 at 8:55 pm

কেএম নাহিদ : শনিবার থেকে কাউন্টারে টিকিট পাওয়া যাওয়ার কথা ছিল। কিন্তু টিকিট কিনতে গিয়ে যাত্রীরা জানতে পারেন, ২১ তারিখের আগে কাউন্টারে টিকিট পাওয়া যাবে না। এ নিয়ে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। শনিবার কমলাপুর রেলস্টেশনে যে কয়জন টিকিট নিতে গিয়েছেন তারা সবাই ফিরে এসেছেন। কাউন্টার থেকে বলা হয়েছে ২১ তারিখ এর আগের কোনও টিকিট কাউন্টার থেকে দেওয়া হচ্ছে না।
এর আগে জানানো হয়, বর্তমানে টিকিট বিক্রি হওয়া ৫০ শতাংশ আসনের অর্ধেক আসন পাওয়া যাবে কাউন্টারে। শনিবার থেকে এই ৫০ শতাংশ টিকিট কাউন্টারের মাধ্যমে বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। বাকি অর্ধেক ২৫ শতাংশ মোবাইল অ্যাপ, অনলাইন ও মোবাইলে ইস্যু করা যাবে।
গত সোমবার বাংলাদেশ রেলওয়ে উপ-পরিচালক (টিসি) নাসির হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতির কারণে প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর কাউন্টারে টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)