• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ • নগর সংস্করণ • মিনি কলাম • লিড ২

নগর দারিদ্য নিরসনে আলাদা নজর দেয়া উচিত
করোনাকালে যারা কাজ হারিয়েছেন নতুন করে গরিব হয়েছেন, তাদের সুরক্ষা দিতে হবে : ড. আতিউর রহমান

প্রকাশের সময় : September 29, 2020, 12:01 am

আপডেট সময় : September 28, 2020 at 11:19 pm

ভূঁইয়া আশিক রহমান : বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, কৃষিতে আমরা অনেক ভালো করছি। কৃষিতে এতো ভালো না করলে করোনাকালে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহে তীব্র সমস্যা দেখা দিতো। এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, আমাদের ছোট ও মাঝারি উদ্যোক্তা, কৃষকদের দিকে আরও বেশি করে নজর দিতে হবে। প্রশাসন, ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, এনজিও সবাই মিলে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। একসঙ্গে থাকতে হবে সর্বত্র, তাহলেই আমাদের অর্থনীতি এগিয়ে যাবে জোর কদমে।
বোরো ফসলের জন্যও প্রস্তুতি নিতে হবে। বোরো ফসলের জন্য বীজ, সার, ঋণ যাতে ঠিক মতো কৃষকের কাছে পৌঁছায় এবং উৎপাদনের সঙ্গে সঙ্গে প্রকিউরমেন্ট, প্রসেসিং,এক্সপোর্ট, মার্কেটিংসহ ভ্যালু চেইনের যে সমস্ত সহায়তা দরকার সেগুলো যেন সরকার এবং অন্যান্য অংশীজন দিতে পারে তার প্রস্তুতি এখনই নিতে হবে। ভালো খবর হচ্ছে শাক সবজির এক্সপোর্ট বাড়তে শুরু করেছে। এতে করে বাজারে দামটা বজায় থাকবে। কৃষি পণ্যের দাম স্থিতিশীল না থাকলে জনজীবনে সমস্যা হয়।
চাহিদা ও সরবরাহ ঠিক আছে তা সবসময় স্পষ্ট করে সময়মতো বলতে পারিনি বলে সম্ভবত পেঁয়াজ নিয়ে খানিকটা সমস্যা সৃষ্টি হয়েছে। দাম এখন খানিকটা কমেছে। এই মেসেজটা দেওয়া হয়েছে যে, আমরা সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। কোনো জায়গায় সরবরাহ ঘাটতি ঘাটতি আছে কিনা তা আমরা আগেভাগে অনুমান করতে পারিনি। আগে-ভাগে কর্ম পরিকল্পনা করে সরবরাহ লাইন ঠিক রাখতে হবে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)