• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ • নগর সংস্করণ • প্রথম পাতা • লিড ২

করোনার ভ্যাকসিন কিনতে বাংলাদেশকে ২৫ কোটি টাকা অনুদান দিয়েছে এডিবি

প্রকাশের সময় : September 30, 2020, 12:01 am

আপডেট সময় : September 29, 2020 at 10:40 pm

সাইদ রিপন : করোনা ভ্যাকসিন কেনা ও সরবরাহের জন্য বাংলাদেশকে তিন মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা। মঙ্গলবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হায়।
বাংলাদেশ সরকার করোনভাইরাস রোগের জন্য ভ্যাকসিনসহ জরুরি চিকিৎসা সরবরাহের জন্য এই অনুদান স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ অনুদান চুক্তিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেছেন। মনমোহন প্রকাশ বলেছেন, এই অনুদান সহায়তা দেয়ার ফলে আমরা অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। ভ্যাকসিন সংগ্রহ ও ব্যবহার করার জন্য বাংলাদেশ এই অনুদান ব্যবহার করবে। যদিও বাংলাদেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে রয়েছে। তারপরও জনগণকে ভ্যাকসিন সরবরাহ করা হলে দেশের অর্থনৈতিক কার্যক্রম পুরোদমে পুনরায় শুরু করা যাবে। করোনা ভাইরাসে স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব কমাতে এই অনুদান গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোন মহামারী প্রতিহত করতে ফেব্রুয়ারি থেকে এডিবির জরুরি সহায়তার আওতায় এসেছে সদস্য দেশগুলো। এপ্রিল মাসে এডিবি সদস্য দেশগুলোকে এই অঞ্চলে কোভিড-১৯ এর তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক ও স্বাস্থ্যের প্রভাবগুলো মোকাবেলায় সহায়তা করতে ২০ বিলিয়ন ডলারের ব্যাপক প্রতিক্রিয়া প্যাকেজ ঘোষণা করেছে।
দীর্ঘ ৪৭ বছর ধরে বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্বের সাথে কাজ করছে এডিবি। বাংলাদেশের জনগণের উন্নত অবকাঠামো, জনসেবা এবং সামাজিক উন্নয়নের ফলাফল আনতে সহায়তায় ৩ বিলিয়ন ডলারের বেশি ঋণ ও অনুদান দিয়েছে। বর্তমানে দেশে এডিবি প্রায় ১১ বিলিয়ন ডলারের ৪৯টি প্রকল্প চলমান রয়েছে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)