• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ • নগর সংস্করণ • শেষ পাতা

আরও দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ফুলবাড়িয়া মার্কেটে তৃতীয় দিনের অভিযান

প্রকাশের সময় : December 11, 2020, 12:01 am

আপডেট সময় : December 10, 2020 at 8:51 pm

সুজন কৈরী : রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট ২ এর তিনটি ব্লকের তিনটি মার্কেটের অবৈধ স্থাপনা উচ্ছেদে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় আরও দুই শতাধিক দোকান উচ্ছেদ করেছে। এ নিয়ে তিনদিনে মোট ৬৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার তিনটি মার্কেটের রাস্তা দখল করে তৈরি করা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান বেলা ১১টায় শুরু হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে অভিযান। এ সময় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে মার্কেটের পেছনের ৩ তলা দুটি বিল্ডিং ছিল। আগামী রোববার থেকে আবারও উচ্ছেদ শুরু হবে। এর আগে মঙ্গলবার দক্ষিণ সিটির নগর ভবনের বিপরীতে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর এ, বি ও সি ব্লকের সিটি প্লাজা, নগর প্লাজা ও জাকের প্লাজা ৯১১টি অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করে নগর কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের বাধার মুখে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। প্রথম দুদিনে ৯১১টি অবৈধ স্থাপনার মধ্যে সাড়ে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বাকি স্থাপনাগুলো উচ্ছেদে বুধবার সকাল থেকে আবারও অভিযান শুরু করে ডিএসসিসি। ফুলবাড়িয়ায় তৃতীয় দিনেও চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
এদিকে দোকান ভেঙে দেওয়ায় মালামাল নিয়ে মরিয়া হয়ে ব্যবসায়ীরা নেমে এসেছেন রাস্তায়। বৃহস্পতিবার সকাল থেকে মালামাল নিয়ে খোলা আকাশের নিচে বসেতে দেখ গেছে ফুলবাড়িয়া সুপার মার্কেটের শত শত ব্যবসায়ীকে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুমই তাদের ব্যবসার জন মোক্ষম সময়। আর শীত মৌসুম চলে গেলে এসব কাপড় ফের ৮ থেকে ১০ মাস গুদামে রেখে দিতে হবে। তাই পেটের দায়ে তারা এখন রাস্তায় বসেছেন।
একজন ব্যবসায়ী বলেন, এই শীতের কাপড়গুলো যদি এখন বিক্রি না করতে পারি তাহলে আর বিক্রি করতে পারব না। কারণ শীতের কাপড় শীতের সিজন ছাড়া চলে না। আর আমাদের সব পুঁজি শীতের কাপড়ের ভেতর। আমরা যদি এখন এই মালগুলো না বিক্রি করতে পারি তাহলে আমাদের না খেয়ে মরতে হবে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)