
প্রথম পাতা • মিনি কলাম • লিড ৫
পদ্মা সেতু দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির বিকাশ ঘটাবে

ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম
পদ্মা সেতু আমাদের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক অর্থনৈতিক বিশ্লেষকের মধ্যে জিডিপির গ্রোথ এক দশমিক দুই শতাংশ বাড়বে। তাছাড়া দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পায়ন বিশেষ করে এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির বিকাশ ঘটবে। এতে করে সে অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং এই অঞ্চলের মানুষের দারিদ্র বিমোচনে পদ্মা সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এসব অঞ্চলের উৎপাদিত পণ্য ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য অঞ্চলে পাঠানো যাবে। এছাড়া আন্তর্জাতিক ব্যাবসায়িক সম্পর্কের ক্ষেত্রে ভারত ও মিয়ানমারের সঙ্গে যোগাযোগ আরও সহজতর হবে।
পদ্মা সেতুর উপযোগিতা বাড়ানোর জন্য এর আশে পাশে যেসব শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে তাদের জন্য বিনিয়োগের সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে দেশে বিনিয়োগের ক্ষেত্রে যেসব বাধা-বিপত্তি আসে সেগুলো দূর করতে হবে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যারা পদ্মা সেতু ব্যবহার করবে তাদরে আভ্যন্তরীণ যোগাযোগ, বিদ্যুত, গ্যাসের সুবিধা নিশ্চিত করতে হবে।
টোল নির্ধারণের ক্ষেত্রে দেখতে সেতু নির্মাণ করার ক্ষেত্রে যে খরচ হয়েছে সেটা যেন রিকভার করা যায়। অন্যদিকে টোলের হার যেন বেশি না হয় যাতে করে সাধারণ মানুষ সেতু ব্যবহারে নিরুৎসাহিত না হয়। এই দুটো বিষয় সমন্বয় করেই টোল নির্ধারণ করতে হবে। সবমিলিয়ে পদ্মা সেতু বিংশ শতাব্দীতে আমাদের অন্যতম অর্জন। আমরা যেন পদ্মা সেতুর উপযোগিতা বাড়াতে পারি সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এর মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে । যার মাধ্যমে আমাদের দেশের অর্থনীতি বিরাট উপকৃত হবে। লেখক পরিচিতি : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। সাক্ষাৎকারের ভিত্তিতে লেখাটি লিখেছেন আমিরুল ইসলাম
