• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ

সিংড়ায় প্রধানমন্ত্রীর উপহার বসতঘর পাচ্ছেন প্রতিবন্ধী রোজিনা

প্রকাশের সময় : January 13, 2021, 12:23 pm

আপডেট সময় : January 13, 2021 at 12:23 pm

শুভ চন্দ্র : উপজেলার মাঝগ্রাম এলাকার ষাটোর্ধ চায়না বেগম প্রধানমন্ত্রীর উপহার ঘর পাচ্ছেন। ভূমি বা গৃহ কোনটিই নেই তার। ঘর বলতে ছিল সরকারি রাস্তার ধারে কলার গাছের পাতা ও পলিথিন দিয়ে তৈরি একটি ঝুপরি ঘর। সেখানেই কোনভাবে জীবন কাটাচ্ছিলেন। সারাদিন ভিক্ষা বৃত্তি করে যা আয় হয় তা দিয়েই আধ পেটা খেয়ে না খেয়ে জীবন কাটছিল তার। এরই মাঝে খবর পান তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে ঘর বানিয়ে দিচ্ছেন। শুধু তাকে নয়, অনেকের জন্য তৈরি করা হচ্ছে এমন ঘর।
চায়না বেগম বলেন, বিশ্বাস হয়নি তার । কিন্তু ক’দিন আগে পলক মন্ত্রী এলাকায় এসে তার হাত ধরে নিয়ে যান সেই ঘরে। যেখানে তার জন্য যে ঘর বানানো হচ্ছে সেই ঘর দেখিয়ে দেন। ঘর দেখে আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন তিনি। বলেন, তিনি স্বপ্নেও ভাবেননি পাকা ঘরে বাস করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে প্রাণ খুলে দোয়া করেন। ঘর পাওয়ায় একই ভাবে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের প্রতিবন্ধী রোজিনা খাতুন, বিয়াঘাটের সালেহা বেগম ও নলডাঙ্গা উপজেলার ত্রিমোহনী আসামপাড়া এলাকার বেগম, মনোয়ারা ও কুলসুম বেগম। প্রতিবন্ধি রোজিনা খাতুন প্রধানমন্ত্রী তাকে ঘর দিচ্ছেন শুনে কেঁদে ফেলেন। বলেন, এমন সুখবর পাব কোনদিন কল্পনাও করিনি। অন্যের সহায়তা নিয়ে জীবন কাটাতে গিয়ে স্বপ্ন দেখাও ভুলে গিয়েছিলাম।
পাকা ঘরে বাস করব এই আনন্দে দিন কাটাচ্ছি। কিছুই ছিলনা বিয়াঘাট গ্রামের সালেহা বেগম, ত্রিমোহণী আসাম পাড়ার কুলসুম ও মনোয়ারা বেগমসহ সুবিধাভোগী অনেকের। কুলসুম বেগম বলেন, দুই ছেলেমেয়ে নিয়ে সরকারি জায়গায় ছনের ঘর করে কোনভাবে দিনকাটছিল তাদের। প্রধানমন্ত্রী আমাদের পাকা ঘর দিচ্ছেন শুনে খুশি ধরে রাখতে পারছিনা। এখন আর ঝড় বৃষ্টিতে কষ্ট করতে হবেনা।
প্রতিদিন নামাজ পড়ে দোয়া করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন প্রধানমন্ত্রী হয়ে থাকেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জন্ম শতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নাটোরে প্রথম দফায় ৫৫৮ জন ভূমিহীন ও গৃহহীন পাকা ঘর পাচ্ছে। কেউ গৃহহীন থাকবেনা, প্রধানমন্ত্রীর এমন ঘোষনার পর নাটোরে সুবিধাভোগীদের মাঝে পাকা ঘর হস্তান্তরের জন্য নির্মাণ কাজ চলছে জোড়ে শোরে। এসব ঘর নির্মান কাজ নিয়মিত তদারকি করছেন জেলা প্রশাসকসহ উপজেলা প্রশসনের শীর্ষ কর্মকর্তারা। আইসিটি প্রতিমন্ত্রীসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘর নির্মাণ এলাকা পরিদর্শন করে কাজের মান যাচাই করেছেন।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)