• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা

গুলশানে এসি বিস্ফোরণ একজনের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : January 14, 2021, 12:00 am

আপডেট সময় : January 13, 2021 at 9:18 pm

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে হঠাৎ বিস্ফোরণ ঘটেছে। বুধবার দুপুরে গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বরস্থ ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণ ঘটে। এ সময় এসি কন্ট্র্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত ব্যক্তি হলেন আজিজুল হক। তিনি এসির মিস্ত্রী এবং সেখানে কাজ করছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে গিয়ে আগুন পাওয়া যায়নি। তিনি বলেন, ওই ভবনের এসির আউটডোরে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর বলা যাবে। ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, দুপুরে ভবনটিতে হঠাৎ এসির বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলায় ভিসা সেন্টারে আগুন লেগে যায়। এতে ভবনে কর্মরত ৬ কর্মকর্তাকর্মচারী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)