• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

শেষ পাতা

৫০ হাজার টন গম আমদানিসহ ক্রয় কমিটিতে ৫ প্রস্তাব অনুমোদন

প্রকাশের সময় : January 14, 2021, 12:00 am

আপডেট সময় : January 13, 2021 at 9:21 pm

সোহেল রহমান : ৫০ হাজার মেট্রিকটন গম আমদানিসহ ৫টি প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’। এতে মোট ব্যয় হবে ৬০৭ কোটি ৭৪ লাখ টাকা। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল এ ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, সভায় আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের ‘এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ গম সরবরাহ করবে। এতে ব্যয় হবে ১৩৮ কোটি ৬১ লাখ টাকা।
তিনি জানান, বৈঠকে ভারতের ‘নুমালীগড় রিফাইনারী লিমিটেড’ থেকে জি-ট-ুজি ভিত্তিতে চলতি ২০২১ সালের পঞ্জিকা বছরের জানুয়ারি-জুন পর্যন্ত সময়ের জন্য ৩০ হাজার মেট্রিক টন ডিজেল ১০৭ কোটি ৭২ লক্ষ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে। ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ এ ডিজেল আমদানি করবে। প্রিমিয়ামসহ এতে আনুমানিক ব্যয় হবে ১০৭ কোটি ৭২ লাখ টাকা।
বিপিসি সূত্রে জানা যায়, ৩০ হাজার মেট্রিক টন (২ লাখ ২৩ হাজার ৮০০ ব্যারেল) ডিজেল আমদানিতে ব্যারেল প্রতি রেফারেন্স দর ধরা হয়েছে ৫০ দশমিক ৭০ ডলার এবং প্রিমিয়াম হার হচ্ছে ৫ দশমিক ৫ ডলার। এর মধ্যে ডিজেলের মূল্য বাবদ ১ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ডলার বা ৯৬ কোটি ৩৯ লাখ টাকা এবং প্রিমিয়াম বাবদ ১২ লাখ ৩০ হাজার ডলার বা ১০ কোটি ৪৬ লাখ টাকা ব্যয় হবে।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী কর্তৃক ‘পল্লী জনপদ নির্মাণ’ প্রকল্পের ৩টি সাইটের (রংপুর, বগুড়া ও গোপালগঞ্জ) পূর্ত কাজের দরপ্রস্তাবের ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে। পূর্ত কাজটি করবে ‘বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড’। এতে ব্যয় হবে ১৫৪ কোটি ৬০ লাখ টাকা।
তিনি জানান, বৈঠকে ‘সচিবালয়ে ২০তলা বিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ’ প্রকল্পের ডব্লিউ-২ (এ) লটের পূর্ত কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি করবে ‘দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’, ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ ও ‘বঙ্গ বিল্ডার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ১৯৩ কোটি ৭৬ লাখ টাকা।
অর্থমন্ত্রী জানান, বৈঠকে ‘ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজ (এনএইচডি)’ প্রকল্পে (৩য় সংশোধিত) পরামর্শক সেবার ব্যয় বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এতে অতিরিক্ত ব্যয় হবে ১৩ কোটি ৩ লাখ টাকা। যৌথভাবে তিনটি প্রতিষ্ঠান এ কাজে পরামর্শক হিসেবে কাজ করছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছেÑ ভারতের ‘জেরন ইন্ডিয়া লিমিটেড’, আইওই (বাংলাদেশ) লিমিটেড’ ও জার্মানির ‘টপ ইমেজ সিস্টেম’।
তিনি জানান, এছাড়া ক্রয় কমিটির বৈঠকে আগে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভায় একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এটি হচ্ছেÑ গ্রিসের এথেন্সে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল’ স্থাপনে অর্থ ব্যয়ের ক্ষেত্রে পিপিএ ২০০৬-এর ৬৮(১) এবং পিপিআর ২০০৮-এর বিধি ৭৬ (২) থেকে অব্যাহতি এবং গ্রীসের স্থানীয় আইন অনুসরণের অনুমোদন দেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ স্কুলটি স্থাপন করবে। রেজা

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)