• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

খেলা • শেষ পাতা

আসন্ন দল বদলে চড়া দামে মেসিকে কিনবে পিএসজি

প্রকাশের সময় : February 17, 2021, 12:01 am

আপডেট সময় : February 16, 2021 at 11:01 pm

এল আর বাদল : গ্রীষ্মকালীন দল বদলে নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাববেন বার্সেলোনার মহাতারক লিওনেল মেসি। দিন কয়েক আগে তিনি স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ কে এক সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেই বলেছেন। নতুন করে কোনো ঝক্কি ঝামেলা দেখা না দিলে নতুন কোনো ক্লাবে তাকে দেখাও অসম্ভব কিছু নয়। সেক্ষেত্রে মেসিকে পেতে অল্প কিছু ক্লাবের নামই ঘুরেফিরে আসছে। তার মধ্যে অন্যতম পিএসজি। যেখানে বিশ্বের অরেক সেরা তারকা নেইমারও খেলছেন।
মেসিকে কেনার আগ্রহের কথা কদিন আগে স্বীকারও করেছে ফরাসি ক্লাব পিএসজি। ক্লাবের বেশ কিছু খেলোয়াড় তো অনেকবারই বলেছেন। কিন্তু সবকিছুই গুঞ্জন আকারে উড়ছে। সব চিত্র পরিষ্কার হবে দল বদলের মৌসুম শেষেই। তবে ফরাসি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পিএসজিতেই যোগ দিতে যাচ্ছেন মেসি। কারণ তার উচ্চ বেতন এ ক্লাবটিরই দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে মেসিকে দলে ভেড়াতে কত টাকা খরচ করবেন, সেটা এখনও স্পষ্ট করেনি পিএসজি কর্তৃপক্ষ।
তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা কিছুটা ইঙ্গিত দিয়ে লিখেছে, চার বছরের চুক্তিতে পিএসজি মেসিকে ৮০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৮০০ কোটি টাকা) দিবে। চুক্তির অর্থ বাড়তে পারে তবে কমবে না।
পিএসজিতে হালের অন্যতম সেরা দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপেও খেলছেন। তারপরও মেসিকে কিনতে কেন আগ্রহী এ ক্লাবটি, এ নিয়ে আলোচনার শেষ নেই। তবে লা’কিপসহ বেশ কিছু সংবাদমাধ্যম এ বিষয়ে নানা যুক্তি তুলে ধরেছে। মূলত ৪টি কারণ উঠে আসছে সে দেশটির গণমাধ্যমে। চলতি মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ ফুরাচ্ছে পিএসজির। আর এটাই পিএসজির জন্য বড় সুযোগ। কারণ তাকে দলে পেতে কোনো খরচই করতে হবে না তাদের। এর আগে মেসির ট্র্যান্সফার ফি দেওয়াটা তাদের জন্য অসম্ভব ছিল। তবে এ আর্জেন্টাইন তারকা এখন একজন ফ্রি এজেন্ট।
২০১৭ সালের গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এক মৌসুম না যেতেই ক্লাবটিতে অসন্তুষ্ট হয়ে পড়েন এ ব্রাজিলিয়ান। তখন থেকেই মেসির সঙ্গে ফের খেলার জন্য উদগ্রীব হয়ে পড়েন তিনি। ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবারই বলেছেন এ কথা। গণমাধ্যমেও এ নিয়ে অনেক আলোচনা হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম লা’কিপ ব্যাখ্যা করেছে, পিএসজির নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে খেলতে আগ্রহী মেসি। এছাড়া জাতীয় দলের সতীর্থ আনহেল দি মারিয়া ও লিয়েন্দ্রো পারাদেসের সঙ্গে একই তাঁবুতে খেলার ইচ্ছাও রয়েছে তার। পিএসজিতে মেসির যোগ দেওয়ার গুঞ্জন এটাই প্রথম নয়। এর আগেও অনেকবার হয়েছে। ২০১৭ সালে যখন নেইমারকে দলে টানে ফরাসির দল, তখন তাদের মূল লক্ষ্য ছিল মেসি। কিন্তু অনেক চেষ্টা করেও এ আর্জেন্টাইন তারকার মন গলাতে পারেনি তারা। তাছাড়া মেসির উচ্চ ট্র্যান্সফার ফি প্রদানের ক্ষমতাও ছিল না ক্লাবটির। অর্থাৎ, এটা স্পষ্ট মেসিকে পাওয়ার ইচ্ছা ক্লাবটির রয়েছে। আগামী ২০২২ সালের গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরচ্ছে হালের অন্যতম সেরা তারকা এমবাপের। এখন পর্যন্ত নতুন চুক্তির কোনো লক্ষণ নেই। গণমাধ্যমের খবর রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান এ তরুণ। আর রিয়ালও তাকে পেতে মুখিয়ে আছে। তাই মেসিকে পেতে চেষ্টার কমতি রাখছে না দলটি। লা’কিপ, মার্কা, ডেইলি স্টার

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)