• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

প্রথম পাতা • শেষ পাতা

সংঘাতময় পরিস্থিতির পরেও, ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার চীন

প্রকাশের সময় : February 24, 2021, 12:00 am

আপডেট সময় : February 23, 2021 at 10:52 pm

আসিফুজ্জামান পৃথিল : গত বছরই দুই দেশের মধ্যে রক্তাক্ত সীমান্ত সংঘাত ঘটেছে। সে বছরেই ২৩০টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত। কিন্তু এরপরেই ২০২০ সালে যুক্তরাষ্ট্রকে টপকে ভারতের শীর্ষ বাণিজ্য অংশীদার হওয়ার পথে ভারতকে আটকে রাখতে পারেনি কেউ। এই দুই এশিয়ান প্রতিদ্বন্দ্বী ২০২০ সালে ৭৭.৭ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে। বিবিসি
অবশ্য এটি ২০১৯ সালের ব্যবসার চেয়ে কম। সেবছর দেশ দুটি ৮৫.৫ বিলিয়ন ডলারের ব্যবসা করে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ব্যবসা কমে যাওয়ায় শীর্ষে উঠে এসেছে বেইজিং। অতিমহামারির সময় বৈশ্বিক বাণিজ্য কমে এসেছে। তবে এখনও মেডিক্যাল সামগ্রির যথেষ্ঠ চাহিদা আছে। চীন শেষ বছরে মূলত এসব জিনিসেরই ব্যবসা করেছে। তবে ভারত সে বছর নিজেরা সাবলম্বি হয়ে বেইজিং নির্ভরতা কমানোর চেষ্টা করেছে। তবে কার্যত এতে তেমন কোনও লাভ হয়নি।
চীন থেকে ২০২০ সালে ৫৮.৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ভারত। যা ভারতের যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে সম্মিলিত আমদানির চেয়ে বেশি। এই দুই দেশ যথাক্রমে ভারতের ২য় ও ৩য় সর্বোচ্চ বাণিজ্য অংশীদার।
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতিবীদ অমিতেন্দু পালিত বলেন, চীন থেকে যেসব পণ্য আমদানি হয়েছে, তা ভারত তৈরি করে না। এছাড়াও চীন থেকে আমদানির খরচও কম, খুব সহজেই চাহিদা মোতাবেক পণ্য মেলে। সেখানে সোর্সের পরিমাণও বেশি।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)