• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমাদের বিশ্ব

শিল্পপণ্যের মূল্য সূচকে প্রায় দেড় শতাংশ প্রবৃদ্ধি ইতালির

প্রকাশের সময় : March 15, 2021, 1:11 pm

আপডেট সময় : March 15, 2021 at 1:11 pm

মুসা আহমেদ: বিপর্যয় কাটিয়ে শিল্পখাতে ঘুরে দাঁড়াতে শুরু করছে ইতালি। জানুয়ারিতে মাসিকভিত্তিতে দেশটির শিল্পপণ্যর মূল্য সূচকে ভালো প্রবৃদ্ধি হয়েছে। ডিসেম্বরের তুলনায় ওই মাসে শিল্পখাতের এ সূচকে প্রবৃদ্ধি হয় ১ দশমিক ৪ শতাংশ। মাসিকভিত্তিতে বাড়লেও জানুয়ারিতে বার্ষিকভিত্তিতে এ সূচকে ধস হয়েছে ০ দশমিক ৩ শতাংশ। এ তথ্য জানিয়েছে পরিসংখ্যান সংস্থা ইস্ট্যাট। সিনহুয়া
ইস্ট্যাট জানিয়েছে, লকডাউনে টানা বিপর্যয়ের পর ডিসেম্বর ও জানুয়ারির মধ্যকার সময়কালে শিল্পপণ্যের মূল্য সূচকে প্রবৃদ্ধি হয়েছে। যার ফলে ২০২০ সালের পর অর্থনীতির বেশকিছু খাতে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় ইতিবাচক সংকেত পাওয়া গেছে। এদিকে করোনা সঙ্কটে গেলো বছরে দেশটির বার্ষিক অর্থনীতিতে ৮ দশমিক ৮ শতাংশ পতন হয়। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ব্যয় অনেকটা বেড়েছে। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে এ খাতের উৎপাদন মূল্যে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ২ শতাংশ। তবে বার্ষিকভিতিততে এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে সড়ক ও রেলপথ নির্মাণের ক্ষেত্রে ব্যয় মাসিকভিত্তিতে বৃদ্ধি পায় ১ দশমিক ১ শতাংশ। তবে বার্ষিকভিত্তিতে এক্ষেত্রে বেড়েছে ২ শতাংশ।
দেশটির সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারিতে শিল্পখাতের যে অংশে সর্বোচ্চ মূল্য প্রবৃদ্ধি হয়েছে তা হলো পরিবহন সেবাখাত। এক্ষেত্রে দেশটির সেবামূল্য লাফিয়ে বেড়ে যায় ২৫ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে প্রযুক্তিভিত্তিক যোগাযোগ খাতে ১২ দশমিক ৭ শতাংশ ধস দেখে ইতালি।
এদিকে লকডাউনে শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় গেলো বছরে এ খাতের উৎপাদনে ১১ শতাংশের বেশি ধস দেখে ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটি। ২০০৯ সালের পর থেকে যা সবচেয়ে বড় বিপর্যয়ের রেকর্ড। সেসময়ে বিশ্ব অর্থনীতিতে বড় মহামন্দার সৃষ্টি হয়। বার্ষিক ধস বিবেচনায় ১৯৯০ সালের পর শিল্পখাতে রেকর্ড সর্বোচ্চ ধস দেখেছে ইতালি।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)