• প্রচ্ছদ
  • আমার দেশ
  • আমাদের বিশ্ব
  • খেলা
  • ইসলামি চিন্তা
  • অমৃত কথা
  • বিনোদন
  • আজকের পএিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • নগর সংস্করণ
  • মিনি কলাম
  • খ্রিস্টীয় দর্পণ
  • প্রবারণা পূর্ণিমা

আমার দেশ • নগর সংস্করণ • প্রথম পাতা • লিড ৩

শনাক্তেও রেকর্ড
দেশে টানা ৩ দিন করোনায় অর্ধশতাধিক মৃত্যু

প্রকাশের সময় : April 3, 2021, 12:01 am

আপডেট সময় : April 2, 2021 at 8:29 pm

শোভন দত্ত : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৮৩০ জন, যা কিনা দেশের ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ। গতকাল দেশে প্রথমবারের মতো দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে যায়। গতকাল শনাক্ত হন ছয় হাজার ৪৬৯ জন। শুক্রবার নতুন শনাক্ত হওয়াদের নিয়ে এ পর্যন্ত সরকারি হিসাবে শনাক্ত হয়েছেন ছয় লাখ ২৪ হাজার ৫৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন, এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত মারা গেলেন ৯ হাজার ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭৩ জন, এখন পর্যন্ত সুস্থ হেয়েছেন পাঁচ লাখ ৪৭ হাজার ৪১১ জন।
শুক্রবার করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ২৯৩টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৩৯টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ২৮ হাজার ১১৩টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৩৫ লাখ ৭২ হাজার ৪৮৪টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৫৫ হাজার ৬২৯টি।
গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৭ শতাংশ।
দেশে বর্তমানে ২২৬টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্য অধিদফতর জানায়, এর মধ্যে আরটি-পিসিআরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ১২০টি পরীক্ষাগারে, জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৩৩টি পরীক্ষাগারে এবং র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে ৭৩টি পরীক্ষাগারে।
মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৪০ জন, আর নারী ১০ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ছয় হাজার ৮৮৭ জন এবং নারী মারা গেলেন দুই হাজার ২৬৮ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ২৩ শতাংশ এবং নারী ২৪ দশমিক ৭৭ শতাংশ।
বয়স বিবেচনায় তাঁদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।
বিভাগ বিশ্লেষণে মৃত্যুবরণকারীদে মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৬ জন, চট্টগ্রাম বিভাগের সাত জন, খুলনা বিভাগের তিন জন এবং রাজশাহী ও সিলেট বিভাগের আছেন দুই জন করে। ৫০ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪৯ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া দুই হাজার ৪৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৭৯৬ জন, চট্টগ্রাম বিভাগের ৫৮৭ জন, রংপুর বিভাগের ২০ জন, খুলনা বিভাগের তিন জন, বরিশাল বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের ১৫ জন, সিলেট বিভাগের ৩৩ জন আর ময়মনসিংহ বিভাগের ৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৮০০ জন, ছাড়া পেয়েছেন ৮৮৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ছয় লাখ ৫৩ হাজার ৬৪০ জন, ছাড়া পেয়েছেন ছয় লাখ ১৪ হাজার ৫৫১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫০০ জন, ছাড়া পেয়েছেন ১০৫ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন এক লাখ পাঁচ হাজার ৭৭৫ জন, ছাড়া পেয়েছেন ৯৩ হাজার ৪১৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৩৬২ জন।

সম্পাদক

নাসিমা খান মন্টি

09617175101, 01712158807

[email protected]

১৩২৭, তেজগাঁও শিল্প এলাকা (তৃতীয় তলা) ঢাকা ১২০৮, বাংলাদেশ। ( প্রগতির মোড় থেকে উত্তর দিকে)