মিডিয়া, দায়িত্ব তোমাকে দায়িত্বশীল করে না বন্ধু?
ডা. আবুল হাসনাৎ মিল্টন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের ইফতার পার্টিতে গিয়েছিলাম। অসাধারণ এক আয়োজন। বিদেশের মাটিতে এত সীমাবদ্ধতা সত্ত্বেও কী করে যে ওরা এত চমৎকার আয়োজন করে! আমি নিজেও জীবনে এই প্রথম নুপুরজানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শ’ খানেক সিঙ্গারা বানিয়ে নিয়ে গেলাম। কমিউনিটির অনেকের সঙ্গেই দেখা হলো। একফাঁকে ৯ জুলাই অনুষ্ঠিতব্য ঈদ আনন্দ আড্ডা নিয়েও মিটিংও…