বিনা চিকিৎসায় মান্নাকে কারাগারে ফিরিয়ে নেওয়ার অভিযোগ

    আজ সংবাদ সম্মেলন
    রিকু আমির : চিকিৎসা ছাড়াই নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    আদালতের নির্দেশে মান্নাকে গত ৮ জুন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করেছিল কারা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার দুপুরে তাকে নেওয়া হয় কারাগারে।
    নাগরিক ঐক্যের নেতা শহীদুল্লাহ কায়সার এ প্রতিবেদককে বলেন, কেবল পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল। এ অবস্থার মধ্যেই তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য আমরা ক্ষুব্ধ ও ব্যথিত। মান্নার সুচিকিৎসা নিশ্চিতের জন্য নাগরিক ঐক্যের পক্ষ থেকে তিনি দাবি জানান।
    তিনি অভিযোগ করে বলেন, আদালত বলেছিল তার চিকিৎসার ব্যবস্থা করতে। কিন্তু সে অনুযায়ী কাজ করা হয়নি। এতে আদালতের নির্দেশেরই উপেক্ষা করা হয়েছে।
    জানা যায়, ইব্রাহিম কার্ডিয়াকে আনার পর মান্নার কিডনিতে সমস্যা ধরা পড়ে। এনজিওগ্রামও করা হয় ইতোমধ্যে হৃদরোগে আক্রান্ত মান্নার। এতে তিনটি ব্লক পাওয়া গেছে। ডায়াবেটিকসও রয়েছে মান্নার। এছাড়া অনেক আগে থেকেই দৃষ্টিশক্তি, মেরুদ-, রক্ত চলাচলে সমস্যা রয়েছে সাবেক এই ছাত্র নেতার। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *