ব্রাজিলের কোচ দুঙ্গা বরখাস্ত

    এল আর বাদল : কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় ব্রাজিল দলের কোচ কার্লোস দুঙ্গাকে বরখাস্ত করেছে সে দেশের ফুটবল ফেডারেশন। তার পরিবর্তে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে চ্যাম্পিয়ন করিন্থিয়ানসের কোচ তিতেকে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
    ব্রাজিল ২৯ বছর পর এবারই প্রথম কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে। চলতি আসরের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে পেরুর কাছে ১-০ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। আর তাতে দলটির বিদায় নিশ্চিত হয় শতবর্ষী কোপার আসর থেকে। কোপায় ব্যর্থতার পরই গুঞ্জন উঠেছিল, ব্রাজিলের কোচ থেকে বরখাস্ত হচ্ছেন কার্লোস দুঙ্গা। দেশে ফেরার পরই সেই গুঞ্জনই বাস্তবরূপ নিল। দুঙ্গাকে ‘না’ বলে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। শুধু দুঙ্গাই নন তার সহকারীসহ পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করেছে ব্রাজিল। গত মঙ্গলবার দুঙ্গাদের সঙ্গে ফেডারেশনের কার্যালয়ে দীর্ঘ আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    দুঙ্গার বিকল্প হিসেবে তিতেকে কোচ হওয়ার প্রস্তাবও দিয়েছে ব্রাজিল। প্রাথমিকভাবে তিতে সম্মতিও দিয়েছেন। তিনি ব্রাজিল লিগে করিন্থিয়ানসকে শিরোপা জিতিয়েছেন। আগামী আগস্টে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে দলের সঙ্গে দেখা যেতে পারে তাকে।
    ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, ব্রাজিল দলের টেকনিক্যাল স্টাফদের বরখাস্ত করা হয়েছে। টিম সমন্বয়ক গিলমার রিনাল্ডিসহ কোচ দুঙ্গা ও তার সহকারীদের ছেঁটে ফেলা হয়েছে। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *