স্ত্রী মানসিক রোগী দাবি মারুফ কামালের

    ডেস্ক রিপোর্ট : স্ত্রী নির্যাতনে অভিযুক্ত বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের স্ত্রী তানিয়া থানায় যে অভিযোগ করেছেন, তা নিয়ে মুখ খুলেছেন সোহেল। গত সোমবার এ নিয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ, সেদিন রক্তাক্ত অবস্থায় তানিয়া খান সোহেলের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন।
    তবে ওই সময় এ নিয়ে সোহেলের বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু গত মঙ্গলবার সন্ধ্যার পর সোহেল তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি স্ত্রী তানিয়া খানকে ‘মানসিক রোগী’ দাবি করেছেন। মারুফ কামাল খান লিখেছেন, ‘এমন শোচনীয় বিপর্যয়ের কথা কল্পনাও করিনি। আমি নিজে অসুস্থ। ছোট ছেলেটি চিকিৎসাধীন। সরাসরি রাজনীতি না করলেও আমার কাজের রাজনৈতিক সংশ্লেষের কারণে অনেকগুলো রাজনৈতিক মামলায় আমার স্বাভাবিক জীবনযাপন বিপন্ন। এই অবস্থায় সুদীর্ঘকাল ধরে মানসিকভাবে অসুস্থ আমার স্ত্রী অভাবনীয় অভিযোগ করেছেন আমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে। তার চিকিৎসা আমি দীর্ঘকাল করিয়েছি ঢাকার ‘মুক্তি’ হাসপাতালে কয়েকদফা রেখে। দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞরাই তার চিকিৎসা করেছেন। এখন আর্থিক ও অন্যান্য অসামর্থ্যের কারণে তার প্রয়োজনীয় মানসিক চিকিৎসা করাতে পারছি না।
    তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার বাসায় পুলিশ এসে ছেলেমেয়েদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছিলেন। যাই হোক, এমন বিপন্ন সময়ে আমার বলার এমনকি আত্মপক্ষ সমর্থনের সুযোগও খুব সীমিত। এমন একজন ভায়োলেন্ট সিজিওফ্রেনিয়াক রোগী এত বছর ধরে সামাল দেওয়া যে কত কঠিন কাজ সেটা ভুক্তভোগী ছাড়া কারও পক্ষে অনুধাবন করা কঠিন। আমি বুঝি এবং আমার দুর্ভাগা সন্তানেরা জানে এমন পরিবেশে জীবন কত কঠিন।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *