এল আর বাদল : ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সের সুপার ম্যাচে আবাহনীর বিরুদ্ধে মোহামেডানের একাদশ দেখে সবাই যেন চমকে উঠলেন। নিয়মিত আধিনায়ক মুশফিক নন, ম্যাচের অধিনায়ক নাঈম ইসলাম। জানা গেল, অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মুশফিকুর রহিম। লিগে তিনি নিয়মিত মোহামেডানের অধিনায়কত্ব করে আসছিলেন। তিনি বাংলাদেশ টেস্ট দলেরও অধিনায়ক।
হুট করে তার অধিনায়কত্ব থেকে সরে আসা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানা গুঞ্জন। মোহামেডান কর্মকর্তারা এ ব্যাপারে একেক জনের বক্তব্য একেক রকম। ক্লাব পরিচালক সারওয়ার হোসেন বলেন, কারণটা ওর ব্যক্তিগত হতে পারে। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে তিনি অধিনায়কত্ব ছাড়তে পারেন। অথবা শারীরিক ছোটখাটো সমস্যাও থাকতে পারে। অধিনায়কত্ব করা বাড়তি পরিশ্রমও তো বটে। মোহামেডানের আরেক ক্রিকেট কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, আর কিছু নয়, ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতেই মুশফিক এমন সিদ্ধান্ত নিয়েছেন। সুপার লিগের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় মোমেডানের শিরোপার স্বপ্ন কঠিন হয়ে যায়।
মুশফিকের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কর্মকর্তারা দল এমন কথা বললেও অনুসন্ধানে জানা গেছে, ইতোমধ্যে মুশফিকের অধিনায়কত্ব নিয়ে নাকি প্রশ্ন তুলেছিলেন দলের কেউ কেউ। তাই অনেকটা অভিমান নিয়ে অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.