আ. লীগের শাসন ব্যবস্থায় ঘাটতি ছিল বলেই পতন হয় : খালেকুজ্জামান

    দীপক চৌধুরী : বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, আওয়ামী লীগের শাসন ব্যবস্থায় যেসব ঘাটতি ছিলÑ সেসব কারণেই পতন ঘটেছিল দলটির। সুতরাং এই দলের পতনের জন্য তারাই দায়ী আর কেউ নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে আমাদের অর্থনীতিকে তিনি এসব কথা বলেন।
    খালেকুজ্জামান বলেন, ইতিহাস থেকে সঠিক শিক্ষা না নিলে তা বার বার বিভ্রান্ত হয়। এটা প্রমাণ হয় যে, আওয়ামী লীগের হাত থেকে শাসন ক্ষমতা চলে গেল কেনÑ এর সঠিক শিক্ষা দলটি নেয়নি, এমনিভাবে জাসদেরও একটা অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার থেকে তারা সরে গেল। এখন উভয়ের দিক থেকেই তা প্রমাণিত। তাই বলবÑবাহ্যিক কারণ কখনও মূল কারণ নয়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *