‘ইসলাম-পাশ্চাত্যের যুদ্ধ’ নিয়ে ওবামার সতর্কতা

    আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো তাদের সন্ত্রাসী কর্মকা-কে ইসলাম আর পাশ্চাত্যের মধ্যকার যুদ্ধ হিসেবে পরিচিত করার অপচেষ্টা করে যাচ্ছে। মুসলমান মাত্রই সন্ত্রাসী বিবেচনা করলে সন্ত্রাসবাদীদের সেই অপচেষ্টা সফল হবে বলে মনে করেন তিনি। বিবিসি, আল জাজিরা
    অরল্যান্ডোর হামলার প্রতিক্রিয়ায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মুসলিমবিদ্বেষী বক্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এসব কথা বলেছেন। ট্রাম্প সোমবার (১৩ জুন) তার এক পরিকল্পনার কথা বলেন, ‘যেসব দেশের নাগরিকরা এর আগে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালিয়েছে, সেসব দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’
    পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কাজে লাগানোর পরামর্শ দেন। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ওবামা বলেন, ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের ঢুকতে দেওয়া বন্ধ করার যে প্রস্তাব করেছেন, তা উগ্রপন্থিদের অপপ্রচারকে আরও উসকে দেবে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করবে।’ ট্রাম্পের ওই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন ওবামা। তিনি বলেন, ‘আইএস এবং আল-কায়েদার মতো গোষ্ঠীগুলো তাদের এই যুদ্ধকে ইসলাম বনাম আমেরিকা কিংবা ইসলাম বনাম পশ্চিমের মধ্যে যুদ্ধে পরিণত করতে চায়। এখন আমরা যদি সব মুসলমানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করি, তাহলে আসলে আমরা তাদের ফাঁদে পা দেব এবং তাতে তাদের পক্ষেই কাজ করা হবে।’
    ওবামা আরও বলেন, ‘আমরা এমন আমেরিকা চাইনা, যেখানে কোনো গণতান্ত্রিক মতবাদের প্রতিফলন দেখা যাবে না। এটা আমাদের কোনোভাবেই অধিক নিরাপদ করবে না। ফলে আমরা, পশ্চিমারা মুসলিমদের ঘৃণা করি বলে আইএস-এর যে অপপ্রচার রয়েছে, তা আরও উসকানি পাবে।’

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *