কঙ্গোর শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান

    ডি.আর.কঙ্গো (মনুস্ক) সফররত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ১২ জুন ২০১৬ বুনিয়াতে বাংলাদেশী শান্তিরক্ষীদের কেন্দ্রীয় দরবার গ্রহণ করেন। দরবারের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতা যুদ্ধে আত্মোসর্গকারী সকল বীর শহীদসহ কঙ্গো মিশনে ১৪ জন শহীদদের আত্মার প্রতি শ্র্রদ্ধা নিবেদন করেন। দরবারে তিনি কন্টিনজেন্ট সদস্যদের সাথে মত বিনিময় করেন। একই দিনে তিনি ব্যানব্যাট-১ এর বুকিরিংগি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় পরিচালক ইএমই, পরিচালক ওভারসীজ অপারেশনস, মনুস্ক ফোর্সেস চীফ অব স্টাফ সহ অন্যান্য উর্দ্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনের সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথেও মত বিনিময় করেন। বিজ্ঞপ্তি
    এর আগে, গত ১১ জুন ২০১৬ তারিখে সেনাবাহিনী প্রধান ব্যানব্যাট-১ এর এ্যাভেবা ক্যাম্প পরিদর্শন করেন। ডি. আর. কঙ্গো সফররত ৬ সদস্যের প্রতিনিধি দলটি গত ০৮ জুন ২০১৬ তারিখে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এবং পরিদর্শন শেষে আগামী ১৫ জুন দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে। সংবাদবিজ্ঞপ্তি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *