অর্থনৈতিক প্রতিবেদক : প্রস্তাবিত বাজেটে কৃষির জন্য প্রদত্ত বরাদ্দকে অপর্যাপ্ত এবং আত্মঘাতি বলে অভিহিত করেছেন অধিকার ভিত্তিক নাগরিক সমাজ। তারা বলেন, বাজেটে কৃষি ও কৃষকের বিদ্যমান জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তেমন কোনও কার্যকর উদ্যোগের দিক নির্দেশনা নেই। তারা বাজেটে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষি পণ্য ন্যায্যমূল্য কমিশন গঠনের দাবি জানান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত বাজেট ২০১৬-১৭: কৃষির জন্য বরাদ্দ এবং খাদ্য নিরাপত্তার ভবিষ্যত শর্ষিক এক সেমিনারে বক্তাগণ এসব কথা বলেন।
কয়েকটি উন্নয়ন সংস্থা নেমিনারের আয়োজন করে। মোস্তফা কামাল আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইক্যুইটিবিডি’র মো. মজিবুল হক মনির। শারমিন্দ নিলর্মীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রণালয় সংম্পর্কিত সংসদ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.