জঙ্গি-গুপ্তহত্যা দমনে মাঠে নামছে সিপিবি বাসদ ও বাম মোর্চা

    রফিক আহমেদ : জঙ্গি-গুপ্তহত্যা দমনে মাঠে নামছে সিপিবি-বাসদ দ্বি-দলীয় জোট ও বাম মোর্চা। এসব দলের নেতারা মনে করেন, মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার জন্য মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ও রাজনৈতিক দলগুলো জঙ্গিবাদকে কৌশল হিসেবে নিয়েছে।
    গতকাল সিপিবি-বাসদ দ্বি-দলীয় জোটের নেতা ও বাম মোর্চার নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এ কথা জানান। দ্বি-দলীয় জোটের নেতা ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, দানবীয় এই শক্তিকে বিনাশ করতে জনগণকে এগিয়ে আসতে হবে। এর আগে নব্বই দশকে আফগান ফেরত যোদ্ধা হুজি নাম দিয়ে ইসলামের নামে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে। আমি মনে করি দেশ এবং দেশের মানুষের জানমাল রক্ষা করতে হলে এখনই জঙ্গি ও নৈরাজ্যকারী নামের দানবদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। এ জন্য জঙ্গিবাদ প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
    বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বাম মোর্চার জঙ্গি নির্মূলে প্রয়োজনে অন্যান্য বাম দলকে নিয়ে শক্তিশালী বাম জোট গঠন করা হবে। এর কোনো বিকল্প নেই। তা না হলে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। সম্পাদনা : উম্মুল ওয়ারা সুইটি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *