দীপক চৌধুরী : জাসদ সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মন্তব্যকে ‘অনভিপ্রেত ও দুঃখজনক’ উল্লেখ করে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে গুপ্তহত্যা চলার মধ্যে কাদা ছোড়াছুড়ির সময় এটা নয়। মনে রাখবেন, বাহাত্তর থেকে পঁচাত্তর আওয়ামী লীগ কতটুকু ভুল করেছে, জাসদ কতটুকু ভুল করেছে, তার বিচার-বিশ্লেষণ করার সময় এটা নয়। তবে তা ইতিহাস বিচার করবে এবং ইতিহাসের নিরীখেই সব কিছু মূল্যায়িত হবে।
গতকাল সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠানে ‘জাসদ পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার ক্ষেত্র তৈরি করেছিল’ বলে মন্তব্য করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জাসদ নামক বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা সম্পূর্ণ ভিন্ন দিকে পরিচালিত করেছে। তাদের উদ্দেশ্য ছিল, বাংলাদেশ যেন কোনোদিনই একটি কার্যকরী রাষ্ট্রে পরিণত হতে না পারে। ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল।
ইনু বলেন, মন্ত্রী কে থাকবেন আর কে থাকবেন না- তা নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে তথ্যমন্ত্রী হিসেবে আমার কোনোও এখতিয়ার নেই।
আশরাফের বক্তব্য নিয়ে জাসদের অন্য নেতারা মুখ খুললেও এ নিয়ে হাসানুল হক ইনু এই প্রথম কথা বললেন। সৈয়দ আশরাফের মন্তব্যে ১৪ দলের ঐক্যে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন ইনু। তিনি বলেন, জাসদ ও আওয়ামী লীগের ঐক্য রাজনৈতিক সিদ্ধান্ত। গভীর বিশ্লেষণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং এ ধরনের মন্তব্যে এ ঐক্য ও চলার পথ ক্ষতিগ্রস্ত হবে না।
জাসদ সভাপতি ইনু বলেন, এই মুহূর্তে গুপ্তহত্যার মধ্যদিয়ে জঙ্গিরা সাধারণ জনগণের গায়ে হাত দিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। সাধারণ জনগণ এবং দেশের নিরাপত্তা বিধানের জন্য সর্বাত্মক ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার। এ জন্য শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দল ঐক্যজোট একসঙ্গে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমরা মনে করি এই সময়ে ১৪ দলের অভ্যন্তরে কোনো কাঁদা ছোড়াছুড়ি করা উচিত নয়। এটা ইতিহাস চর্চার সময় নয়। জঙ্গিবাদ সম্পূর্ণরুপে ধ্বংস করার সময়। জাসদ নিয়ে মন্তব্য অনভিপ্রেত, দুঃখজনক ও অপ্রাসঙ্গিক।
বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী এসময় বলেন, মনে রাখতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রতিটা ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ। ইতিহাস ইতিহাসের মতনই বিশ্লেষণ করবে। বঙ্গবন্ধুর সমর্থনে যে তল্পিবাহক- তোষামদকারী গোষ্ঠি ছিল, তারা বা প্রকাশ্য বিরোধিতাকারী জাসদ; কার কতটুকু ভুল বা কে কতটুকু ক্ষতি করেছে বা করেনি, তার মূল্যায়ন ইতিহাসই করবে। মনে রাখতে হবে, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন এবং আমরাও বলেছি, বঙ্গবন্ধু প্রতিক্রিয়াশীল দেশবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠি কর্তৃক নিহত হয়েছেন। সুতরাং বঙ্গবন্ধু হত্যার জন্যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটা ইতিহাস সম্মত কোনো বক্তব্য নয়।
বঙ্গবন্ধু হত্যার জন্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে দায়ী করাটা ইতিহাস সম্মত বক্তব্য নয় এমন মন্তব্য করে হাসানুল হক ইনু আরও বলেন, মনে রাখতে হবে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রতিটি ঘটনা এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করা আছে। ইতিহাস ইতিহাসের মতো বিশ্লেষণ করবে। জাসদ ও আওয়ামী লীগ গভীর চিন্তা করে ঐক্য গড়েছে। কারও বক্তব্যে এ ঐক্য ক্ষতিগ্রস্ত হবে না। ১৪ দলসহ জাসদ নেতাকর্মীদের কোনো নেতার বক্তব্যে উত্তেজিত না হয়ে শান্ত থাকার পরামর্শ দেন তিনি। সম্পাদনা: পরাগ মাঝি