আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আমারিলোতে ওয়ালমার্টের একটি দোকানে দুই জনকে জিম্মি করে রাখা এক বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে।
মঙ্গলবারের এ ঘটনায় জিম্মি দুজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে কর্মক্ষেত্র-সম্পর্কিত সহিংসতার ঘটনা বলে বর্ণনা করেছে আমারিলো পুলিশ। বিডিনিউজ সন্দেহভাজন পুলিশের সোয়াত ইউনিটের গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে তারা। ঘটনার বিবরণে জানা যায়, নিহত সন্দেহভাজন দোকানটিতে প্রবেশ করেই এক রাউন্ড গুলি ছুঁড়ে দুই ব্যক্তিকে জিম্মি করে।
জিম্মি দুজনকে নিয়ে বন্দুকধারী দোকানের একটি কক্ষে আশ্রয় নেয় বলে জানান র্যান্ডাল কাউন্টি শেরিফ কার্যালয়ের এক মুখপাত্র।
এই ঘটনায় অন্য কেউ আহত হয়নি। নিহত সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয়নি। তার সর্ম্পকে আরো তথ্যের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। ওয়ালমার্ট স্টোরস ইনকর্পোরেট এর দিশা বার্নেট এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের সব ক্রেতা ও তাদের যে কর্মীদের জিম্মি করা হয়েছিল তারা সবাই নিরাপদ আছেন। পরিস্থিতি অত্যন্ত কঠিন ছিলে জানিয়ে এ ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার জন্য তিনি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.