ইসমাঈল হুসাইন ইমু : বহুস্তর বিপণন কোম্পানি (এমএলএম) ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী ও ডেসটিনি গ্রুপের পরিচালক ফারাহ দিবার বিরুদ্ধে ‘নন-সাবমিশন’ মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশন এ মামলা অনুমোদন দেয়।
দুদকের জনসংযোগ বিভাগ মামলার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, শিগগিরই সংস্থার সহকারী পরিচালক মো. মোজাম্মিল হোসেন মামলাটি করবেন।
সূত্র জানায়, ডেসটিনি গ্রুপের প্রতারণা মামলার তদন্তের সময় ফারাহ দিবার নামে বিপুল সম্পত্তির সন্ধান পায় দুদক। পরে তার বিরুদ্ধে আলাদা অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সম্পদ বিবরণী চেয়ে নোটিস দেয় কমিশন। কিন্তু যথাসময়ে তিনি সম্পদ বিবরণী দুদকে জমা দেননি। এ কারণে কমিশন তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে।
দুদক সূত্র জানায়, প্রতারণার মাধ্যমে চার হাজার কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনসহ ৫১ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। অভিযোগপত্র দাখিলের পর মামলা দুটি এখন বিচারের অপেক্ষায়। রফিকুল আমীন বর্তমানে কারাগারে। সম্পাদনা : পরাগ মাঝি
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.