উম্মুল ওয়ারা সুইটি : পদ্মা নদীর উপর নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ সেতু পদ্মাসেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করার দাবি জানানো হয়েছে সংসদে। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ দাবি জানান।
তিনি বলেন, এ দাবি আমার একার না, আমাদের সবার একই দাবি। শম্ভু বলেন, আমি দাবি করছি পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার। আশা করি, জাতিও মেনে নেবে। কারণ পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা মোকাবিলা করে এই সেতু নির্মাণ করছেন। তাই এদেশের মানুষ যাতে শেখ হাসিনাকে হাজার বছর মনে রাখে সেজন্য শেখ হাসিনার নামে এ সেতু করার দাবি জানাচ্ছি। সম্পাদনা : পরাগ মাঝি
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.