হাসান আরিফ : থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপনংস বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী থাইল্যান্ড। একই সঙ্গে গভীর সমুদ্র বন্দর, প্রোডাকশন শিয়ারিং কন্ট্রাক্ট এলপিজি, এলএনজি, বেসরকারি বিনিয়োগ ট্যুরিজম, হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, নবায়ণযোগ্য জ্বালানি নিয়ে তিনি আলোচনা করেছেন।
গতকাল সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত পানপিমন সুয়ান্নাপনংস সৌজন্য সাক্ষাত করে এসব কথা বলেছেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। তিনি পারস্পারিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। এ সময় থাই দূতাবাসের কাউন্সিলর ওরানাস ওয়াথায়ন উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী, রাষ্ট্রদূতকে জানিয়েছেন, আমরা পার¯পারিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব¡ দেই। এরই মধ্যে থাইল্যান্ডের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে এলএনজি, এলপিজি ইত্যাদি জ্বালানি খাতে যৌথ বিনিয়োগে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন।
তিনি রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশে বিনিয়োগ করলে দ্রুত লাভ পাওয়া যায় এবং ট্যাক্স হলিডেসহ নানাবিধ সুবিধা দেওয়া হয়। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র রাষ্ট্রদূতকে অবহিত করেন। সম্পাদনা : প্রিয়াংকা
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.