মোহামেডানকে লজ্জা দিয়ে জিতল আবাহনী

    এল আর বাদল : লিগ পর্বের ম্যাচে মোহামেডানের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল ঢাকা আবাহনী। সেই হারের প্রতিশোধ গতকাল আবাহনী এমনভাবে নিলো যে, মোহামেডানের দম যাওয়ার যোগার। তামিমরা পাহাড়সম (৩৭১) রানে চাপা দিয়ে রেখে সাদা-কালো জার্সিধারীদের ২৬০ রানে হারের লজ্জায় ফেলে খেলাটি নিজেদের করে নেয়।
    বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএওসপি) মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার সিক্সের সুপার ম্যাচে আবাহনীর কাছে পাত্তাই পেলো না মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের করুণ পরাজয়ের আবাহনীর শিরোপা জয়ের স্বপ্নটা আরও বেশি সুদৃঢ় হলো। রাজসিক পারফরম্যান্সের সুবাদে লিটন দাসের হাতে উঠে ম্যাচ সেরার তকমা। এদিন আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩৭১ রানের বিশাল সংগ্রহ গড়ে আবাহনী। জবাবে সাকিব আল হাসানের বোলিং তোপে মাত্র ১১১ রানেই গুটিয়ে যায় মোহামেডান। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে সর্বোচ্চ ৩২ রান করেছেন নাঈম ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এ ছাড়া মিডল অর্ডারে আরিফুল হকের ১৭ রান পরাজয়ে ব্যবধান কমায় মাত্র।
    এদিকে সাকিব সদ্য সমাপ্ত আইপিএলে খুব একটা সুবিধা করতে না পারলেও ঘরোয়া ক্রিকেট রীতিমত মাতিয়ে যাচ্ছেন। গতকালও আবাহনীর হয়ে অসাধারণ বল করেন সাকিব। তার ঘূর্ণিতে নড়বড়ে হয়ে যায় মোহামেডানের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট শিকার করেছেন সাকলাইন সজীব ও মোসাদ্দেক হোসেন। খালি হাতে ফেরেননি তাসকিন আহমেদও। তিনি পেয়েছেন ১ উইকেট।
    এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা খুব একটা আশানুরূপ না হলেও লিটন দাসের ১৩৯ রান, দীনেশ কার্তিকের সেঞ্চুরি আর সাকিবের ২৪ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংসে ভর করে রানের পাহাড় গড়ে আবাহনী। ২টি চার আর ৫টি ছক্কায় সাকিব তার ইনিংসটি সাজান। এ ছাড়া মোসাদ্দেক হোসেন ৮ বলে ১৯ ও আবুল হাসান রাজু ৮ বলে ১২ রান দলের পুঁঁজিতে অবদান রাখেন। মোহামেডানের হয়ে ২টি উইকেট শিকার করেছেন আরিফুল হক। সম্পাদনা : সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *