রাশিয়া ডে-তে পুতিনকে শুভেচ্ছা জানালেন এরদোগান

    আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান রাশিয়ার জাতীয় দিবস ‘রাশিয়া ডে’ উপলক্ষ্যে গত ১২ জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। রিয়া নভোস্তি
    তুর্কি প্রেসিডেন্ট দপ্তরের বরাত দিয়ে রাষ্ট্রীয় আনাদোলু এজেন্সি জানিয়েছে, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষ্যে তুর্কি প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্টকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। রুশ প্রেসিডেন্টকে পাঠানো বার্তায় তুর্কি-রুশ সম্পর্ক ‘কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর’ আশা প্রকাশ করেছেন এরদোগান। এদিকে, নবনিযুক্ত তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমও রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভকে রাশিয়া দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা পাঠিয়েছেন। গত বছরের ২৪ নভেম্বর তুর্কি আকাশসীমা লঙ্ঘণকারী রুশ বিমানকে তুরস্কের সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করার পর এই দু’দেশের সম্পর্কের মারাত্মক অবনতি ঘটে। দু’পক্ষই পরস্পরের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সাম্প্রতিক তৎপরতা শীতল সম্পর্কের বরফ গলার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *