হত্যা-সন্ত্রাস বন্ধে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াতের

    রফিক আহমেদ : গুপ্তহত্যা ও সন্ত্রাস দমনের লক্ষ্যে জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
    গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান। বিবৃতিতে ডা. শফিক বলেন, একজন কলেজ শিক্ষককে দিনের বেলা চাপাতি দিয়ে কুপিয়ে আহত করার ঘটনায় তিনি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। প্রতিনিয়তই বিশেষ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক জঙ্গি ও সন্ত্রাসী ধরার সাঁড়াশি অভিযান চলার মধ্যেও এ ধরনের ঘটনা ঘটল। তিনি বলেন, গত ১৭ মাসে প্রায় ৪৯ জন ব্যক্তি এভাবে খুন হয়েছে।
    এ থেকে বোঝা যায় যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে। দেশে-বিদেশে গুপ্ত হত্যার কারণে মানুষের মধ্যে চরম উৎকণ্ঠা সৃষ্টি হলেও সরকার কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না। বিষয়টি নিয়ে রাজনীতির খেলা খেলছে সরকার। গুপ্ত হত্যা, সন্ত্রাস বন্ধ করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন। এ ব্যাপারে সরকারকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *