্আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া গত ১৮ মাসে আরো ছয়টি বা এর বেশি পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে দেশটির মোট সম্ভাব্য পরমাণু অস্ত্রের সংখ্যা দাঁড়ালো ২১ বা এর বেশি। মঙ্গলবার মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক একথা জানায়। উত্তর কোরিয়া ইয়ংবিয়ং কমপ্লেক্সে পরমাণু অস্ত্রে ব্যবহারের জন্যে প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াকরণ কেন্দ্র পুনরায় চালু করে থাকতে পারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান ইয়োকিয়া আমানো গত সপ্তাহে এমন কথা বলার পর খবরটি প্রকাশিত হলো। ২০১৪ সালের শেষের দিকে আইএসআইএস(দ্য ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি) উত্তর কোরিয়ার ১০ থেকে ১৬ টি পারমাণবিক অস্ত্র থাকার কথা জানায়। জাপান টাইমস
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.