যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষের তীর থেকে তিনটি রক্তাক্ত লাশ পাওয়ার পর পুলিশ বলছে, ‘ডাকাত সন্দেহে গণপিটুনিতে’ তাদের মৃত্যু হয়েছে। যদিও স্থানীয় এক জনপ্রতিনিধি বলেছেন, ওই এলাকায় ডাকাতি বা গণপিটুনির কথা তিনি শোনেননি।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকার কাটাখাল থেকে পুলিশ ওই তিনজনের লাশ উদ্ধার করে। ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান, মঙ্গলবার গভীররাতে ঝিকরগাছার কৃষ্ণনগর এলাকায় ডাকাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করে। তাদের মধ্যে তিনজন ধরা পড়ে এবং পিটুনিতে তারা মারা গেছে বলে আমি শুনেছি। নিহতদের কারও পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম বলেন, তিনিও সকালে লোকমুখে তিনজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে, গতরাতে কারও বাড়িতে ডাকাতির চেষ্টা বা গণপিটুনির কথা আমি শুনিনি।
ঘটনাস্থলে উপস্থিত ঝিকরগাছা পুলিশের এসআই আকরাম হোসেন চৌধুরী জানান, তিনি লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। নিহতদের তিনজনের মাথার সামনে, পেছনে এবং কানের পাশে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে বলে তিনি জানান। সম্পাদনা : পরাগ মাঝি
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.