ব্যাগভর্তি অর্থসহ আর্জেন্টিনায় সাবেক মন্ত্রী গ্রেফতার

    আন্তর্জাতিক ডেস্ক : বুয়েন্স আয়ার্সের কাছে একটি আশ্রমে কয়েক লাখ ডলার সমমূল্যের বিদেশি মুদ্রা লুকিয়ে রাখার চেষ্টার অভিযোগে আর্জেন্টিনার একজন সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। হোসে লোপেজ নামে এই ব্যক্তি আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের মন্ত্রিসভার গণপূর্তমন্ত্রী ছিলেন। বিবিসি

    কর্মকর্তারা বলেছেন, আশ্রমে কর্মরত একজন সন্ন্যাসিনী এক ব্যক্তিকে দেয়ালের ওপর দিয়ে কয়েকটি প্লাস্টিকের ব্যাগ ছুঁড়তে দেখার পর পুলিশে খবর দেন। তবে পুলিশ একটি অবৈধ রাইফেল বহন করার জন্য লোপেজকে ‘আওয়ার লেডি অব দ্য রোজারি অব ফাতিমা’ নামে ওই আশ্রম থেকে তাকে প্রথমে আটক করে। এরপর ওই ব্যাগগুলো খুঁজে পায় পুলিশ। প্যাকেটগুলো থেকে ডলার, ইয়েনসহ কয়েকটি দেশের মুদ্রার পাশাপাশি ঘড়িও পাওয়া যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই মুদ্রাগুলোর মূল্যমান প্রায় ৭০ লাখ ডলার। এছাড়া লোপেজ যে গাড়িটিতে ভ্রমণ করছিলেন, সেটিতেও আরো বেশ কিছু মুদ্রা পাওয়া যায়।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *