নাশরাত আর্শিয়ানা চৌধুরী : সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন একটি বৈশ্বিক যুদ্ধ। আর এ যুদ্ধে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একত্রে কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট।
গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
বার্নিকাট বলেন, মার্কিন নাগরিকসহ অন্যান্যদের নিরাপত্তায় সহযোগিতার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামী নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতরে ঘটনায় শোক জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা চিঠিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শেখ হাসিনার জোরালো বক্তব্যের প্রশংসা করেন বার্নিকাট।
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.