সময় মতো নামাজ পড়ো

    ইবনে মাসউদ (রা.) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলাম, কোনো আমল আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয়? হযরত (সা.) বলরেন, সময় মতো নামাজ আদায় করা। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? তিনি বললেন, মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার করা। আমি জিজ্ঞাস করলাম, তারপর? তিনি বললেন, আল্লাহ্র রাস্তায় জিহাদ করা। এই পর্যন্ত ক্ষান্ত করা হইল; আমি আরও জিজ্ঞাসা করলে হুজুর (সা.) আরও উত্তর দিতেন। সূত্র : বোখারী শরীফ হাদিস নং- ৩২৩, গ্রন্থনায় : ওমর শাহ

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *