সাঁড়াশি অভিযানের বিষয় জানতে চেয়েছেন বার্নিকাট : স্বরাষ্ট্রমন্ত্রী

    নাশরাত আর্শিয়ানা চৌধুরী: চলমান সাঁড়াশি অভিযান সম্পর্কে তথ্য জানতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামালের সঙ্গে আলোচনা করেছেন। বার্নিকাট জানতে চেয়েছন,জঙ্গি দমনের নামে বিরোধী দল দমনে পুলিশ অভিযান চালাচ্ছে বলে বিএনপির অভিযোগ সত্যি কিনা ?
    গতকাল দুপুরে সচিবালয়ে তার সঙ্গে বৈঠকের পর আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত চলমান অভিযানে গ্রেফতারের বিষয়ে জানতে চেয়েছেন।
    মন্ত্রী জানান, তিনি (রাষ্ট্রদূত) বলেছেন, এটা হিউজ নাম্বার গ্রেফতার করা হয়েছে। গত এক বছরে সন্দেহভাজন জঙ্গি হামলায় লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট, বিদেশি, ধর্মীয় স্থান লক্ষ্য করে হামলার পর গত ৫ জুন চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুনের পর ‘সাঁড়াশি অভিযান’ শুরু করেছে পুলিশ।
    সপ্তাহব্যাপী এই অভিযানের প্রথম তিনদিনে গ্রেফতারে ৮ হাজারের মধ্যে অন্তত ২১ শ’ বিএনপির নেতাকর্মী বলে দলটির দাবি।
    জানা গেছে, বৈঠকে কামাল মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন-পুলিশের এই অভিযানের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ‘টার্গেট কিলিং’, রোজা ও ঈদকে সামনে রেখে নিরাপত্তার অংশ হিসেবে এই পদক্ষেপ।
    বার্নিকাটের তোলা ‘হিউজ নাম্বারের’ বিষয়ে আসাদুজ্জামান খাঁন বলেন, আমি তাকে বলেছি, বাংলাদেশে ৬৩০টি থানা রয়েছে। প্রতি থানায় যদি প্রতিদিন ২০ জনও গ্রেফতার হয়, তাহলেও সংখ্যা অনেক হয়।
    এছাড়া অন্যান্য সময় সারাদেশে গড়ে বিভিন্ন অভিযোগে ২ হাজার আটক বা গ্রেফতার হয়। সুতরাং সেই বিবেচনায় সাঁড়াশি অভিযানে গ্রেফতারের সংখ্যার সঙ্গে তেমন একটা তারতম্য নেই। যাদের গ্রেফতার করা হচ্ছে তারা পরোয়ানাভুক্ত আসামি এবং সন্দেহভাজন জঙ্গি বলে দাবি করেন তিনি। বিএনপির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির কর্মী যদি কোনো মামলার আসামি হয়, তাহলে গ্রেফতার হতে পারে, তবে বিষয় আমার জানা নেই।
    বার্নিকাট ‘হঠাৎ’ মন্ত্রণালয়ে এসে গ্রেফতারের বিষয়ে তথ্য চাইলেও তার আসার মূল কারণ অন্য বলে জানান তিনি। কারণ একটা ট্রেড প্রতিনিধি নিয়ে তিনি যাচ্ছেন। কয়েকদিন বাংলাদেশে থাকবেন না। এসময় কিছু ইনফরমেশন শেয়ার করতে এসেছেন।
    চট্টগ্রামের এসপিপতœী হত্যার তদন্তের বিষয়ে মন্ত্রী বলেন,সন্দেহভাজন একজনকে ধরেছি। পুলিশ মনে করছে সে সেই তিনজনের একজন ( মোটর সাইকেলের তিনজন)।
    পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনের অভিযানে সারাদেশে মোট ১৬৬ জন জঙ্গি গ্রেফতার করা হয়েছে। গত চারদিনে মোট গ্রেফতারের সংখ্যা ১১ হাজার ৩০৭ জন। এদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামির সঙ্গে অস্ত্র, মাদক ও অন্যান্য মামলার আসামিও রয়েছে। সম্পাদনা: উম্মুল ওয়ারা সুইটি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *