এস এম নূর মোহাম্মদ : হাজারীবাগের ১৫৪ ট্যানারি স্থানান্তর না করা পর্যন্ত পরিবেশ দূষণের ক্ষতিপূরণ হিসেবে প্রতিদিন প্রত্যেকটিকে ৫০ হাজার টাকা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক আবেদনের শুনানিকালে গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের বেঞ্চ এ নির্দেশ দেন।
ক্ষতি পূরণের ওই অর্থ সঠিকভাবে আদায় হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে শিল্প সচিবকে। একইসঙ্গে তাকে এ বিষয়ে আগামী ১৭ জুলাই প্রতিবেদন দিতে বলেছেন আদালত। এছাড়া হাজারীবাগের ট্যানারির বর্জ্য বুড়িগঙ্গায় যাওয়ায় পরিবেশের কী পরিমাণ ক্ষতি প্রতিদিন হচ্ছে তা নিরুপণ করতে বলা হয়েছে পরিবেশ সচিবকে। তাকেও ১৭ জুলাই এ বিষয়ে প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
এর আগে আদালতের নির্দেশে যেসব ট্যানারি এখনও সাভারে স্থানান্তর করা হয়নি তাদের তালিকা দাখিল করা হয়। গতকাল আদালতে শিল্পসচিবের পক্ষে ছিলেন আইনজীবী রইস উদ্দিন। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.