এস এম নূর মোহাম্মদ : রাজধানীর বনশ্রী-আফতাব নগর এলাকার ইস্টার্ন হাউজিংয়ের প্রজেক্টে কতটি জলাধার আছে তা নির্ণয়ের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর একজন অধ্যাপকের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি করে জলাধারের সংখ্যা ও জমির পরিমাণ নির্ণয় করে ৪৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আর এ আদেশ কার্যকর করবে পরিবেশ মন্ত্রণালয়। আপিল বিভাগের দেওয়া আদেশের লিখিত অনুলিপি গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়। পরে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বিষয়টি সাংবাদিকদের জানান। এর আগে ইস্টার্ন হাউজিংয়ের জলাধার ও জলাভূমি নির্ণয়ে হাইকোর্টে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আবেদন করেছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তবে এ আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করেন মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ বলেন, ওই প্রজেক্টে ৯০০ একরের উপর জমি আছে। এখানে অনেক জলাধার ভরাট করা হয়েছে। এখনও অনেক জলাভূমি ভরাট করা হচ্ছে। তাই আমরা জলাধার রক্ষায় পরিবেশ ও জলাধার আইনের ভিত্তিতে হাইকোর্টে আবেদন করি।
আপিল বিভাগে ইস্টার্ন হাউজিংয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। সম্পাদনা : প্রিয়াংকা
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.