আবু যর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটি গাধার উপর নবি (সা.) এর সঙ্গে ছিলাম। তখন তার উপর একটি পাড়যুক্ত চাদর ছিল। তিনি বলেন, এটা ছিল সূর্যাস্তের সময়, তিনি আমাকে বলেন, ‘হে আবু যর! তুমি জান এটা কোথায় অস্ত যায়?’ তিনি বলেন, আমি বললাম, আল্লাহ এবং তাঁর রাসুল (সা.) ভালো জানেন। তিনি বলেন, সূর্যাস্ত যায় একটি কর্দমাক্ত ঝরনায়, সে চলতে থাকে অবশেষে আরশের নিচে তার রবের জন্য সেজদায় লুটিয়ে পড়ে, যখন বের হওয়ার সময় আল্লাহ তাকে অনুমতি দেন, ফলে সে বের হয় ও উদিত হয়। তিনি যখন তাকে যেখানে অস্ত গিয়েছে সেখান থেকে উদিত করার ইচ্ছা করবেন আটকে দিবেন, সে বলবে, হে আমার রব আমার পথ তো দীর্ঘ, আল্লাহ বলবেন, যেখান থেকে ডুবেছ সেখান থেকেই উদিত হও, এটাই সে সময় যখন ব্যক্তিকে তার ঈমান উপকার করবে না’ । [মুসনাদে আহমদ]
গ্রন্থনা : ওয়ালিউল্লাহ সিরাজ
Amader Orthoneeti is a news portal. it's a voice of people.