নাইজারের মরুভূমি থেকে ২০ শিশুসহ ৩৪ জনের মৃতদেহ উদ্ধার

    আন্তর্জাতিক : নাইজারের মরুভূমিতে গত সপ্তাহে ২০ শিশুসহ ৩৪ অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে। এরা মানবপাচারকারীদের সহায়তায় পাশের দেশ আলজেরিয়া যাওয়ার চেষ্টা করছিল। পাচারকারীরা মরুভূমির মধ্যে এদের অসহায় অবস্থায় রেখে পালিয়ে যায়। বুধবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। বাসস নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছে, ‘৫ পুরুষ, ৯ নারী ও ২০ শিশু মরুভূমি পাড়ি দিতে চেষ্টা করছিলো।’ এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘তারা সম্ভবত তৃষ্ণায় মারা যায়। প্রায়ই এমনটা ঘটে। আসামাকার কাছে এদের মৃতদেহ পাওয়া গেছে।’ এটি নাইজার ও আলজেরিয়ার মধ্যবর্তী একটি সীমান্ত। মৃতদের মধ্যে এখন পর্যন্ত মাত্র দ’ুজনকে সনাক্ত করা সম্ভব হয়েছে। এদের একজন পুরুষ ও একজন ২৬ বছর বয়সী নারী। এরা দুজনেই নাইজারের নাগরিক। মরুভূমিতে ধূলিঝড়সহ তাপমাত্রা অসহনীয় ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *