ভারত ভ্রমণে ভিসা কোনো সমস্যা নয়: শ্রিংলা

    ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ঢাকায় ভারতের ঈদ ভিসা ক্যাম্প একটি ‘ঐতিহাসিক’ ঘটনা। এই ক্যাম্প দেখিয়েছে কেউ ভারত ভ্রমণ করতে চাইলে ভিসা কোনো সমস্যা হয়ে দাঁড়াবে না।
    রোজার ঈদ সামনে রেখে ভারত ভ্রমণ সহজ করতে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনে ১২ দিনের ভিসা ক্যাম্প শেষ হয় বৃহস্পতিবার। এই ক’দিনে ক্যাম্পে ভিসার জন্য মোট ৫৬ হাজার ৩১৮টি পাসপোর্ট জমা পড়েছে বলে জানান হাইকমিশনার।
    দুই দেশের জনগণের যোগাযোগ ভারত-বাংলাদেশ সম্পর্কে ভূমিকা রাখছে মন্তব্য করে শ্রিংলা বলেন, ঈদ ভিসা ক্যাম্পের মাধ্যমে ভিসা প্রদান এই সম্পর্ককে আরও জোরদার করবে। ভারতের ভিসার জন্য আবেদন করতে সারােেদশে ১১টি ভারতীয় ভিসা কেন্দ্র রয়েছে, যা যেকোনো দেশে ভারতের সর্বাধিক সংখ্যক ভিসা কেন্দ্র। সম্পাদনা: সৈয়দ নূর-ই-আলম

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *