মাশুল গুনে বাংলাদেশ পাড়ি দেবে ভারতীয় হাজার টন ইস্পাত

    নাশরাত আর্শিয়ানা চৌধুরী : বাংলাদেশের উপর দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের জন্য গতকাল বৃহস্পতিবার আশুগঞ্জ বন্দরে ট্রানজিটের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ট্রানজিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর প্রথমবারের মতো ভারতীয় এক হাজার টন ইস্পাত ১৯২ টাকা প্রতি টন মাশুল দিয়ে আশুগঞ্জ বন্দর হয়ে আগামীকাল আগরতলা যাবে। এর আগে গত বুধবার ভারতের কলকাতা থেকে রওনা হয়ে এক হাজার টন ইস্পাতের পাত বা স্টিল শিট বোঝাই জাহাজ এমভি নিউটেক-৬ আশুগঞ্জ নৌবন্দরে ভিড়ে।
    বাংলাদেশ ভারতের পণ্য পরিবহনের সুযোগ দেওয়ার জন্য ভারতের কাছ থেকে মাশুল পাবে টনপ্রতি ১৯২ টাকা। দীর্ঘদিন আগেই এটা চালু হওয়ার কথা থাকলেও নানা কারণেই এর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অনেক সময় লেগে যায় সরকারের।
    নৌপরিবহন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতীয় পণ্যের প্রতি টনে দেয়া ১৯২ টাকা মাশুলের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ পাবে ১০ টাকা, সড়ক ও জনপথ বিভাগ পাবে ৫২ টাকা ২২ পয়সা পাবে। আর বাকি টাকা পাবে রাজস্ব বোর্ড।
    উদ্বোধন অনুষ্ঠানে শাজাহান খান বলেন, দীর্ঘদিনের এক স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। এর মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সুদীর্ঘ হলো। রাজস্ব আহরণের পথ উন্মুক্ত হলো।
    ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা ট্রানজিট শুরুর দিনটিকে বাংলাদেশ ও ভারতের জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত করেন। ভারতীয় পণ্যের পরিবহনে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
    ট্রানজিট চালুর ব্যাপারে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান মনে করেন, এই ট্রান্সশিপমেন্ট কার্যক্রমের ফলে রাজস্ব সম্ভাবনার সোনালী দুয়ার উন্মোচিত হয়েছে। তিনি বলেন, এর মধ্য দিয়ে সরকারের রাজস্ব আদায়ের পদক্ষেপ এক ধাপ এগিয়ে গেল। সম্পাদনা : পরাগ মাঝি

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *